Delhi Earthquake: পর পর দু'দিন কেঁপে উঠল দিল্লি, ফের ভূমিকম্প রাজধানীতে
Earthquake in Delhi: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী দিল্লির থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাঁজর এলাকা।

নয়া দিল্লি: ফের কেঁপে উঠল দিল্লি-এনসিআর। শুক্রবার সন্ধ্যেয় হঠাৎ কম্পন অনুভূত হয় রাজধানীতে। মাত্র ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার সন্ধ্যা নাগাদ ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় হরিয়ানা ও দিল্লির বড় অংশে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানী দিল্লির থেকে ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝাঁজর এলাকা। উৎসস্থল মাটি থেকে প্রায় ১০ কিমি নিচে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় হরিয়ানা ও দিল্লিতে। মাত্র ৩.৭ মাত্রার এই কম্পনে ক্ষয়ক্ষতি না হলেও দিল্লির মানুষ ভালোই টের পান এই ভূমিকম্প।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী দিল্লি-সহ সংলগ্ন এলাকা। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৪ মিনিটে ভূমিকম্পটি হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল।
যেভাবে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা তাতে সিঁদূরে মেঘ দেখছেন ভূতত্ত্ববিদরা। তাদের মতে কম্পনের মাত্রা খুব একটা বেশি না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া গেলেও নিশ্চিন্ত হয়ে বসে থাকার সময় নেই। যে কোনও মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটতে পারে। ভূকম্পন প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত।






















