Delhi Elections Exit Poll : 'মানুষ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন', প্রতিক্রিয়া বিজেপি সাংসদের
Delhi Election Exit Poll Live : ফের কি ক্ষমতায় AAP, নাকি BJP বা কংগ্রেস করতে পারে কিস্তিমাত ? ৭০ টি আসনে ভোটগ্রহণের পর সেই সংক্রান্ত বিশ্লেষণ জানতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলার এই প্রতিবেদনে।

Background
নয়াদিল্লি : দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টায় ভোট শুরু হয়, ৬টা পর্যন্ত ভোটগ্রহণের সময়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয়মন্ত্রী এস জয়শঙ্কর, AAP-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর মতো হেভিওয়েটরা এদিনের ভোটার তালিকায়। আগামী ৮ ফেব্রুয়ারি গণনা। যদিও সেই ফলাফলের আগেই এদিন এক্সটি পোল বা বুথফেরত সমীক্ষার ফল বেরনোর কথা। দিল্লির কুর্সিতে কে বসতে চলেছে ? ফের কি ক্ষমতায় AAP, নাকি BJP বা কংগ্রেস করতে পারে কিস্তিমাত ? ৭০ টি আসনে ভোটগ্রহণের পর সেই সংক্রান্ত বিশ্লেষণ জানতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলার এই প্রতিবেদনে। সন্ধে ৬টা থেকে সম্প্রচার শুরু এক্সিট পোল রেজাল্টের।
Delhi Elections Exit Poll : 'মানুষ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন', প্রতিক্রিয়া বিজেপি সাংসদের
"সব এক্সটি পোলের রেজাল্ট বলছে, বিজেপি লিড করছে। আমরা সেটাই বলছি যে, দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে। মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন।" প্রতিক্রিয়া বিজেপি সাংসদ যোগিন্দর চাণ্ডোলিয়ার।
Delhi Elections Exit Poll Results: দিল্লিতে ক'টি আসন পেতে পারে কংগ্রেস ? যা ইঙ্গিত DV Research - এর সমীক্ষায়
DV Research - এর সমীক্ষা অনুযায়ী, ৩৬ থেকে ৪৪টি আসন পেতে পারে বিজেপি। আপ পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। একটি আসন পাবে না কংগ্রেস, দাবি সমীক্ষায়।






















