Delhi Fire: দিল্লির হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ নবজাতকের মৃত্যু; চিকিৎসাধীন আরও ৬
Fire News: দিল্লি দমকল সূত্রের খবর, রাত ১১টা ৩২ মিনিট নাগাদ হাসপাতালে আগুন লাগার খবর আসে। পূর্ব দিল্লির বিবেক বিহারে বেবি কেয়ার সেন্টারে আগুন লাগে।
নয়াদিল্লি : মর্মান্তিক ! দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্ততপক্ষে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে।
দিল্লি দমকল সূত্রের খবর, রাত ১১টা ৩২ মিনিট নাগাদ হাসপাতালে আগুন লাগার খবর আসে। পূর্ব দিল্লির বিবেক বিহারে বেবি কেয়ার সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।
#WATCH | Delhi: A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar
— ANI (@ANI) May 25, 2024
As per a Fire Officer, Fire was extinguished completely, 11-12 people were rescued and taken to hospital and further details are awaited.
(Video source - Fire Department) https://t.co/lHzou6KkHH pic.twitter.com/pE95ffjm9p
আধিকারিকরা জানিয়েছেন, বিল্ডিং থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হয়। কিন্তু, তার মধ্যে হাসপাতালে চিকিৎসা চলাকালীন ছয় জন মারা গেছে। বাকি ছয় জনের চিকিৎসা চলছে। এর মধ্যে এক শিশু ভেন্টিলেটরে রয়েছে।
কী করে আগুন লাগাল তা এখনও জানা যায়নি।
অপর একটি ঘটনায়, শনিবার রাতে দিল্লির শাহদরায় একটি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তারপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে শনিবারই বেলার দিকে গুজরাতের রাজকোটে একটি গেমিং জোনে আগুন লাগে। তাতে নয় শিশু-সহ ২৭ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ACP বিনায়ক পটেল জানিয়েছেন, দেহগুলি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। তাই তাঁদের শনাক্ত করা কঠিন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কীভাবে রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড ?
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আচমকা আগুন লেগে যায় রাজকোটের টিআরপি গেমিং জোনে। এর ফলে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জখম হয়েছেন আরও একাধিক জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, শনিবার দুপুরে টিআরপি গেমিং জোনে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়েই সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।