(Source: Poll of Polls)
K Kavitha Arrested: আবগারি মামলায় গ্রেফতার কেসিআরের মেয়ে কে কবিতা
Telangana News: তেলেঙ্গানা মেয়র পরিষদের সদস্য ও ভারত রাষ্ট্র সমিতির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা
হায়দরাবাদ : কেসিআরের মেয়ে কে কবিতা গ্রেফতার । দিল্লি আবগারি মামলায় তাঁকে গ্রেফতার করল ইডি । বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে গ্রেফতার হওয়ায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। আবগারি মামলায় গ্রেফতার করা হল তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়েকে। হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লিতে আনা হচ্ছে।
তেলেঙ্গানা মেয়র পরিষদের সদস্য ও ভারত রাষ্ট্র সমিতির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা। লোকসভা ভোটের ঠিক আগে আজ তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। আজকের দিনটি তাৎপর্যপূর্ণ আরও একটা কারণে, আজই তেলেঙ্গানায় নবগঠিত কংগ্রেস সরকার ১০০ দিন পূর্ণ করল। এদিকে আজই সন্ধেয় হায়দরাবাদ সন্নিকটে থাকা মালকাগিরিতে রোড শো করার কথা প্রধানমন্ত্রীর।
বিআরএস নেত্রীকে বুধবার পর্যন্ত জিজ্ঞাসাবাদের ওপর রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এজেন্সির তলব নিয়ে তাঁর আবেদন শুক্রবারও শুনেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। এই পরিস্থিতিতে আজ তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। একটি ভিডিওতে দেখা গেছে, ইডি আধিকারিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন কে কবিতার ভাই ও তেলাঙ্গানার প্রাক্তন মন্ত্রী কে টি রামা রাও। কারণ, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে পরিবারের সদস্যরা বাড়িতে ঢুকে পড়েছেন ?
এর পরিপ্রেক্ষিতে কে টি রামা রাওকে ক্যামেরার সামনে একটি নথি তুলে ধরে এজেন্সির এক আধিকারিকের নাম করে বলতে শোনা যায়, "তল্লাশি শেষ হয়ে গেছে। গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে। আর এখন উনি বলছেন, পরিবার আসতে পারবে না। তিনি এও বলছেন যে, তাঁর কাছে কোনো ট্রানসিট ওয়ারেন্ট নেই। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে পারবেন না, কিন্তু তিনি মামলা করতে চান।" তিনি দাবি করেন, পরিবারের তরফে এজেন্সির সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি তাঁর সংযোজন, আমি এবং পার্টির অন্য সিনিয়র নেতারা দলীয় কর্মীদের শান্ত থাকতে বলেছি। গ্রেফতারিতে যেন বাধা দেওয়া না হয়।"
#WATCH BRS एमएलसी के कविता के आवास के अंदर की वीडियो सामने आई। ईडी और बीआरएस नेता केटीआर राव के बीच तीखी नोकझोंक चल रही है।
— ANI_HindiNews (@AHindinews) March 15, 2024
के कविता को ईडी द्वारा दिल्ली लाया जा रहा है। उनसे आगे पूछताछ की जाएगी।
(वीडियो सोर्स: बीआरएस कार्यकर्ता) pic.twitter.com/sK1v32Zwfg