Delhi MCD Bypoll Results: এমসিডি-র পাঁচ ওয়ার্ডের উপনির্বাচনে ৪ ওয়ার্ডেই জয়ী আপ, খালি হাতে ফিরতে হল বিজেপি
রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, আপের ধীরেন্দ্র কুমার কল্যাণপুরী ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। ত্রিলোকপুরী ওয়ার্ডে আপ প্রার্থী বিজেপির ওম প্রকাশকে হারিয়ে জয়ী হয়েছেন। শালিমার বাগ ওয়ার্ডেও জয়ী আপ প্রার্থী। সেখানে জয়ী হয়েছেন সুনীতা মিশ্র। অন্যদিকে রোহিনি-সি ওয়ার্ডে জয়ী হয়েছেন আপের রামচন্দর।
নয়াদিল্লি: দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন (এমসিডি)-র পাঁচটি ওয়ার্ডের উপনির্বাচনের চারটি আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি (আপ)। অন্য ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপিকে শূন্য হাতেই ফিরতে হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, আপের ধীরেন্দ্র কুমার কল্যাণপুরী ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। ত্রিলোকপুরী ওয়ার্ডে আপ প্রার্থী বিজেপির ওম প্রকাশকে হারিয়ে জয়ী হয়েছেন। শালিমার বাগ ওয়ার্ডেও জয়ী আপ প্রার্থী। সেখানে জয়ী হয়েছেন সুনীতা মিশ্র। অন্যদিকে রোহিনি-সি ওয়ার্ডে জয়ী হয়েছেন আপের রামচন্দর।
পঞ্চম আসনটি গেছে কংগ্রেসের দখলে। মুসলিম অধ্যুষিত চৌহান বাঙ্গের ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী চৌধুরী জুবের আহমেদ।
এমসিডি-র এই পাঁচ আসনের উপনির্বাচনের চারটিতেই দলের জয়ে উচ্ছ্বসিত আপ।উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ২০২২-র নির্বাচনের আগে দলের পারফরম্যান্স সম্পর্কে আস্থা প্রকাশ করেছেন। আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বলেছেন,এই জয় আপের উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। ২০১৫-তে আমরা ৭০-এর মধ্যে ৬৭ আসনে জয়ী হয়েছিলাম। ২০২০-তে ৭০ টির মধ্যে ৬২ আসনে জয়ী হয়েছিল দল। এখন এমসিডি-র উপনির্বাচনে পাঁচ ওয়ার্ডের মধ্যে চারটিতেই আমাদের বেছে নিয়েছেন মানুষ। বিজেপি খালি হাতে ফিরেছে। কারণ, মানুষ তাদের ওপর হতাশ।
তাঁর ট্যুইট- উন্নয়নের প্রতিই আরও একবার আস্থা রেখেছেন দিল্লির মানুষ। প্রত্যেককে ধন্যবাদ। এমসিডি-তে বিজেপির ১৫ বছরের অপশাসনে মানুষ হতাশ। এবার এমসিডি-তেও আপ-কে দেখতে চাইছেন মানুষ।
নর্থ দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের দুটি ওয়ার্ড ও ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনটি আসনে রবিবার ভোটগ্রহণ করা হয়েছিল। ভোটদানের হার ছিল ৫০.৫৮ শতাংশ।