Kashmir Terror Attack: খবর থাকা সত্ত্বেও এড়ানো গেল না বিপদ, কাশ্মীরের পর কি নিশানায় আরও শহর? জারি হল High Alert
Pahalgam Terror Attack: ২০১৯ সালে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার ছ’বছর পর পহেলগাঁওয়ে একসঙ্গে এতজনের প্রাণ গেল।

নয়াদিল্লি: সব ঠিক আছে বলে দেখানো হলেও, উপত্যকায় সব যে ঠিক নেই, তা বোঝা গেল মঙ্গলবারই। কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ চলে গেল ২৬ জন নিরীহ পর্যটকের। স্থানীয়দের ছেড়ে বাইরে থেকে আসা লোকজনের উপর হামলা হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। তার পরও কেন পর্যটকদের নিরাপত্তায় জোর দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই আবহে দেশের বড় শহরগুলিতে উচ্চ সতর্কতা জারি হল। (Kashmir Terror Attack)
২০১৯ সালে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার ছ’বছর পর পহেলগাঁওয়ে একসঙ্গে এতজনের প্রাণ গেল। এই মুহূর্তে থমথমে পরিবেশ উপত্যকার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিস্তীর্ণ এলাকা। আর সেই আবহেই দিল্লি, মুম্বই, জয়পুর এবং অমৃতসরের মতো শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। রাজধানী এই মুহূর্তে দুর্গে পরিণত হয়েছ রীতিমতো। বাণিজ্যনগরী মুম্বইয়েও নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। পুলিশ ইনস্পেক্টর এবং জোনাল ডেপুটি কমিশনারদের বলা হয়েছে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে। (Pahalgam Terror Attack)
দিল্লির এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সমস্ত পুলিশ ইনস্পেক্টর, জোনাল ডেপুটি কমিশনারদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি, মেট্রোপলিটন শহরগুলিতে রাস্তায় নাকাবন্দি চালাতে হবে। শহরের জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর ব্যবস্থা করতে হবে, যাতে মাছিও গলতে না পারে।
এর পাশাপাশি, জম্মুতেও কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। সেখানকার গুজ্জর নগর এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে পাকিস্তান বিরোধী স্লোগান তোলেন। কাশ্মীরের ভাবমূর্তি নষ্ট করতে, কাশ্মীরের আতিথেয়তাকে কালিমালিপ্ত করতেই পাকিস্তান এই হামলায় মদত জুগিয়েছে বলে দাবি করেন তাঁরা। কাশ্মীরের রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, ন্য়াশনাল কনফারেন্স আপাতত উপত্যকার দোকানবাজার বন্ধ রাখায় সমর্থন জানিয়েছে।
গতকাল হামলার সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গি হামলার খবর পেয়ে সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনিই কাশ্মীর পৌঁছনোর নির্দেশ দেন বলে জানা যায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও কথা হয় তাঁর। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সফর চলাকালীন এই হামলার নেপথ্য়ে বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।






















