Delhi Weather Updates: ৮.৫ থেকে একধাক্কায় ৪.৪, জমে যাওয়ার জোগাড়, শৈত্যপ্রবাহের দাপটে কাবু দিল্লি
Cold Wave in Delhi: দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, সফদরজং আবহাওয়া হাওয়া অফিস বিবৃতিতে জানানো হয়, শৈত্যপ্রবাহ আজ কাবু করে ফেলেছে দিল্লিকে।
নয়াদিল্লি: দূষণ এবং কুয়াশার দোসর কনকনে ঠান্ডা (Delhi Weather Updates)। বুধবার মরসুমের শীতলতম দিন রাজধানী দিল্লিতে। আবহাওয়া দফতর প্রদত্ত তথ্য অনুযায়ী, আজ দিল্লির তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেই দিল্লির তাপমাত্রা ছিল ৮.৫। সেই নিরিখে একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে রাজধানীর তাপমাত্রা। আগামী কয়েক দিন ঠান্ডায় দিল্লি আরও জবুথবু হয়ে পড়বে বলে আশঙ্কা (Delhi Winter)।
আগামী কয়েক দিন ঠান্ডায় দিল্লি আরও জবুথবু হয়ে পড়বে বলে আশঙ্কা
আবহাওয়া দফতর যদিও আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। বলা হয়েছিল, চলতি সপ্তাহে দিল্লির তাপমাত্রা যেমন নামবে। তেমনই ছুরির ফলার মতো এসে আঘাত করবে শৈত্যপ্রবাহ (Cold Wave in Delhi)। বুধবার তেমনই অভিজ্ঞতা হল দিল্লির। প্রবল ঠান্ডা এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহ, গায়ে কাঁপুনি ধরাচ্ছে দিল্লিবাসীর। বাড়ির বাইরে বেরনোই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।
দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, সফদরজং আবহাওয়া হাওয়া অফিস বিবৃতিতে জানানো হয়, শৈত্যপ্রবাহ আজ কাবু করে ফেলেছে দিল্লিকে। চলতি মরসুমের শীতলতম দিন আজ। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। এর আগে, ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহের সাক্ষী হয়েছিল দিল্লি। ফের রাজধানীতে তাপট দেখাচ্ছে শৈত্যপ্রবাহই।
তবে এ দিন সামান্য হলেও কুয়াশার প্রকোপ কেটেছে। গত ২৪ ঘণ্টায় ঘন এবং অতি কুয়াশার প্রকোপ থেকে মুক্ত হয়েছে দিল্লি। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দিল্লিতে ঠান্ডা আরও জাঁকিয়ে বসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার জন্য আগামী দু'দিনের জন্য রাজধানীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে।
সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে নেমে গিয়েছে দিল্লির তাপমাত্রা
তবে এখনই মুক্তি নেই শৈত্যপ্রবাহ থেকে। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী তিন দিন কমপক্ষে রাজধানীতে শৈত্যপ্রবাহ দাপট দেখাবে বলে মত আবহবিদদের। তার পর তাপমাত্রা আরও নিচে নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই যা অবস্থা, তাতে এ দিন সকাল থেকেই জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করতে দেখা গিয়েছে দিল্লিবাসীকে। আর এই প্রবল ঠান্ডার জন্য দিল্লিতে দৃশ্যমানতাও কমে এসেছে। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ।