Bomb Threat at RBI: নির্মলা, শক্তিকান্তের পদত্যাগ দাবি, RBI, HDFC, ICICI-র দফতরে বোমা ফেলার হুমকি, তদন্তে পুলিশ
Nirmala Sitharaman: নির্মলা, শক্তিকান্তের পদত্যাগ দাবি, RBI, HDFC, ICICI-র দফতরে বোমা ফেলার হুমকি, তদন্তে পুলিশ
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিস্ফোরণ ঘটানোর হুমকি। বোমা ফেলার হুমকি HDFC, ICICI ব্যাঙ্কের দফতরেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পদত্যাগ না করলে বিপদ এড়ানো যাবে না বলে হুমকি ইমেল মারফত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকেও পদত্যাগ করতে হবে বলে দাবি জানানো হল। এই ঘটনায় মামলা দায়ের করল মুম্বই পুলিশ। তদন্ত শুরু হয়েছে বিষয়টি নিয়ে। (Bomb Threat at RBI)
মুম্বইয়ে RBI, HDFC, ICICI ব্যাঙ্কের দফতর-সহ বাণিজ্যনগরীর মোট ১১টি জায়গায় বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার হুমকির ওই চিঠি এসে পৌঁছয় মুম্বই পুলিশের হাতে, তাতে মঙ্গলবার দুপুর ১.৩০টার সময় নির্ধারিত করা হয়। চিঠিতে উল্লেখিত ১১টি জায়গায় তল্লাশি চালায় মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদও করা হয় অনেককে। কিন্তু কে বা কারা এই হুমকির সঙ্গে যুক্ত, এখনও পর্যন্ত সেই নিয়ে বিশদ তথ্য হাতে আসেনি বলে খবর। মুম্বইয়ের MRA মার্গ থানায় এ নিয়ে মামলা দায়ের হয়েছে। (Nirmala Sitharaman)
সংবাদমাধ্যমে ইমেলের যে অংশ সামনে এসেছে, তাতে লেখা রয়েছে, 'মুম্বইয়ের ১১টি জায়গায় বোমা রেখেছি আমরা। RBI-এর পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কগুলি দেশের সবচেয়ে বড় দুর্নীতি ঘটিয়েছে। দুর্নীতিতে যুক্ত রয়েছেন RBI গভর্নর শক্তিকান্ত দাস, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং দেশের শীর্ষস্তরের অর্থনৈতিক আধিকারিকরা, নামী মন্ত্রীরাও। হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের'।
চিঠিতে আরও লেখা হয়, 'আমরা চাই, RBI গভর্নর এবং অর্থমন্ত্রী, দু'জনই অবিলম্বে পদত্যাগ করুন। পদ ছেড়ে দিয়ে সংবাদমাধ্যনে দুর্নীতির খোলসা করুন। আমাদের দাবি, সরকার এই দু'জনকে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত বাকিদের বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করুক। মঙ্গবার দুপুর ১.৩০-টার মধ্যে আমাদের দাবি না মানা হলে এক এক করে ১১টি জায়গায় বোমা বিস্ফোরণ ঘটবে'।
মুম্বই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে খবর। আপাতত ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (১) (বি) (হিংসা ছড়ানোর উদ্দেশে গুঞ্জন ছড়ানো), ৫০৫ (২) (শ্রেণি সংঘাতে উস্কানি জোগানো) এবং ৫০৬ (২) (অপরাধমূলক ভাবে হুমকি দেওয়া, ভয় দেখানো) ধারায় মামলা দায়ের হয়েছে। অর্থমন্ত্রী বা RBI গভর্নরের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।