এক্সপ্লোর
Advertisement
ক্ষয় রোধে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ ছুঁতে পারবেন না ভক্তরা,জানাল সুপ্রিম কোর্ট
সু্প্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কোনও পুরোহিতের সামনে ভক্ত শিবলিঙ্গে হাত দেন, তবে তার জন্য দায়ী থাকবেন ওই পুরোহিত-ই।
ভোপাল: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শতাব্দী প্রাচীন মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ ক্ষয়ে যাচ্ছে ভক্তির বাহুল্যে। ভক্তদের হাতের চাপেই ক্রমে ছোট হচ্ছে,ক্ষয়ে যাচ্ছে শিবলিঙ্গ। সেই ক্ষয় রোধ করতেই সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মন্দির কমিটি।আর তারই প্রেক্ষিতে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। জানাল, পুণ্যার্থীরা মন্দিরে শিবলিঙ্গে হাত দিতে পারবেন না।
সু্প্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কোনও পুরোহিতের সামনে ভক্ত শিবলিঙ্গে হাত দেন, তবে তার জন্য দায়ী থাকবেন ওই পুরোহিত-ই। মন্দিরের নিজস্ব পুজো ছাড়া কোনও সময়েই শিবলিঙ্গে হাত দেওয়া চলবে না। জানা গিয়েছে, শীর্ষ আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই)রিপোর্টের ভিত্তিতেই করেই এই রায় দিয়েছে। শতাব্দী প্রাচীন শিবলিঙ্গটিকে সংরক্ষণ করার জন্যই তাতে হাত দিতে বারণ করা হচ্ছে।
প্রসঙ্গত, একটি এক্সপার্ট টিম ২০১৯ সালের জানুয়ারিতে মন্দিরটি পরিদর্শনে যায়। তারপরই রিপোর্ট দেয় তারা। তাতে বলা হয়, শিবলিঙ্গে ক্ষয় শুরু হয়েছে। ক্ষয় রোধ করতে লিঙ্গ ঘষা তো বন্ধ করতেই হবে, লিঙ্গে ধাতব মুণ্ডমালা পরানো হবে কি না তাও ভেবে দেখতে হবে। দেখতে হবে ভক্তরা যেন কোনও ভাবেই শিবলিঙ্গের গায়ে ভেজাল দুধ, ঘি, মাখন লেপতে না পারেন। এর বদলে ব্যবহার করা যেতে পারে খাঁটি দুধ। প্রয়োজনে মন্দির কমিটিকেই তার ব্যবস্থা করতে হবে। সেটাই কিনে নিয়ে ভক্তরা শিবলিঙ্গে ঢালবেন। এই ব্যবস্থা অবিলম্বে না নিলে লিঙ্গের ক্ষয় রোধ করা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর তার ভিত্তিতেই ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
জেলার
Advertisement