Devraj Patel Died: পথ দুর্ঘটনায় প্রয়াত 'Dil se bura lagta hai' মিমের ইউটিউবার দেবরাজ পটেল
YouTuber Died: একটি ট্রাকের সঙ্গে দেবরাজদের বাইকের ধাক্কা লাগে। গুরতর জখম হন ইউটিউবার। মাথায় আঘাত লাগে তাঁর। চোট পান শরীরের অন্যান্য অংশেও।
Devraj Patel Died: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে বিখ্যাত কমেডিয়ান (Comedian) এবং ছত্তীসগঢ়ের ইউটিউবার (YouTuber) দেবরাজ পটেলের (Devraj Patel)। জানা গিয়েছে, ভিডিও শুট করে রায়পুর থেকে ফিরছিলেন এই ইউটিউবার। সোমবারই মৃত্যু হয়েছে তাঁর। এদিন বিকেল ৩টে ৩০মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে বলে খবর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই ইউটিউবারের। জানা গিয়েছে, তিনি বাইক চালাচ্ছিলেন না। বরং তিনি ছিলেন বাইকচালকের পিছনের আসনে অর্থাৎ তিনি ছিলেন আরোহী। সূত্রের খবর, একটি ট্রাকের সঙ্গে দেবরাজদের বাইকের ধাক্কা লাগে। গুরুতর জখম হন ইউটিউবার। মাথায় আঘাত লাগে তাঁর। চোট পান শরীরের অন্যান্য অংশেও।
পুলিশ সূত্রে খবর, মোটরসাইকেল এবং ট্রাক একই দিকে যাচ্ছিল। ট্রাকের ধাক্কা লাগে বাইকের হ্যান্ডেলে। আর তার জেরেই পিছন থেকে ছিটকে যান দেবরাজ। ট্রাকের পিছনের চাকার তলায় পড়ে যান তিনি। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাইকচালক রাকেশ মানহার। তিনিই দুর্ঘটনার পর খবর দেন অ্যাম্বুল্যান্সে। এরপর দেবরাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ছত্তীসগঢ়ের বাসিন্দা ইউটিউবার দেবরাজ পটেল বিখ্যাত হয়েছিলেন তাঁর ভিডিও 'দিল সে বুরা লগতা হ্যায়'- এর জন্য। সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমে ছেয়ে গিয়েছিল এই ভিডিওর সূত্র ধরে তৈরি মিম। নিজের হাস্যরসবোধের জন্যেও জনপ্রিয় ছিলেন দেবরাজ। তাঁর এ হেন আকস্মিক মৃত্যুতে শোকার্ত ফ্যানেরা। শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা। ২০২১ সালে ভুবন বামের ওয়েব সিরিজ Dhindora- তে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দেবরাজ পটেলকে।
“दिल से बुरा लगता है” से करोड़ों लोगों के बीच अपनी जगह बनाने वाले, हम सबको हंसाने वाले देवराज पटेल आज हमारे बीच से चले गए.
— Bhupesh Baghel (@bhupeshbaghel) June 26, 2023
इस बाल उम्र में अद्भुत प्रतिभा की क्षति बहुत दुखदायी है.
ईश्वर उनके परिवार और चाहने वालों को यह दुःख सहने की शक्ति दे. ओम् शांति: pic.twitter.com/6kRMQ94o4v
চলতি বছরেই পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বাংলার ইউটিউবার অমিত মণ্ডল। বিশেষভাবে সক্ষম এই ইউটিউবার মাত্র ২২ বছর বয়সেই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। দুর্ঘটনায় পড়ে একটি স্কুটার। তাতে অমিত-সহ মোট তিন জন গুরুতর জখম হন। দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। কিন্তু অমিতের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। তাতে কলকাতার এসএসকেএম হাসপাতালের স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি।
আরও পড়ুন- চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?