এক্সপ্লোর
Advertisement
বাঁশ নিয়ে তৈরি থাকুন, ভোট লুঠ করতে এলে যেন হেঁটে বাড়ি ফিরতে না পারে! পাথরপ্রতিমায় দলীয় সভায় দিলীপ
দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবেন। ভোট লুঠ করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না।
দক্ষিণ ২৪ পরগণা: ফের স্বমেজাজে দিলীপ ঘোষ। বছর ঘুরলেই বিধানসভা নিবার্চন। তার আগে আক্রমণাত্মক ভঙ্গিতে কর্মীদের বাঁশ নিয়ে প্রস্তুত থাকতে বললেন বিজেপির রাজ্য সভাপতি । পাথরপ্রতিমায় বিজেপির জনসভায় যারা ভোট লুঠ করতে আসবে, তারা যেন হেটে ফিরতে না পারে বলে জানিয়ে দেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবেন। ভোট লুঠ করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না। তবে দিলীপবাবুর পাল্টা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা শীর্ষ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন, রাজ্যে ভোট লুঠ হয় না, লুঠ হলে ১৮টা সিট পেত না বিজেপি।
কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডলের সামনেই বুথ জ্যাম করে ভোট করানোর কথা বলেন মুরারইয়ের তৃণমূলের বুথ কমিটির সভাপতি নীলরতন মাহারা। তিনি বলেন, প্রয়োজনে বুথ জ্যাম করে ভোট করব, বুথে যেতে দেব না। বিজেপি বুথে যাবে বসে থাকবে, প্রয়োজনে বের করে দেব। বুথ জ্যাম প্রসঙ্গে তৃণমূলকে একহাত নিয়ে রাজ্য বিজেপি সভাপতি হুঁশিয়ারি দেন, দিদির পুলিশ দিয়ে এবার ভোট হবে না। দিল্লি থেকে অমিত শাহের পুলিশ আসবে। বুথের একশো গজের মধ্যে দিদির পুলিশ, তৃণমূলের গুণ্ডা কেউ-ই পৌঁছতেই পারবে না। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, হুমকি-হুঁশিয়ারি তত বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement