এক্সপ্লোর
বলিউডে ফের হানা দিল মৃত্যু, এবার ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী দিব্যা চোকসি
দিব্যা সোশ্যাল মিডিয়াতে তেমন সক্রিয় না থাকলেও ‘মিসেলটো থেরাপি’ কী জানার জন্য সম্প্রতি ট্যুইট করেছিলেন।

মুম্বই: অভিনেত্রী ও মডেল দিব্যা চোকসি ক্যান্সারের সঙ্গে শেষ লড়াইটা জিততে পারলেন না। তাঁর মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করেছেন খুড়তুতো বোন সৌম্যা। শেষ ইনস্টাগ্রাম পোস্টে দিব্যা লিখেছিলেন তাঁর জীবন ও মৃত্যু যন্ত্রণার কথা। দিব্যা লিখেছিলেন, 'আমি এখন মৃত্যুশয্যায়। শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় যে আমি ঠিক কী বলতে চাইছি। সহানুভূতির অসংখ্য মেসেজ পাচ্ছি আমি। মৃত্যুশয্যাতেও তাই মনোবল ধরে রাখতে পেরেছি। এটা তো হওয়ারই ছিল। যদি যন্ত্রণাহীন আর একটা জীবন পেতাম। এখন আর কোনও প্রশ্ন নেই। একমাত্র ঈশ্বরই জানেন আপনারা আমার কাছে কত মূল্যবান।'
দিব্যার এই পোস্ট এখন ভাইরাল, যা পড়ে তাঁর অনুরাগীরা কান্না ধরে রাখতে পারছেন না। দিব্যার বোন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'দিব্যা বড় কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। ও লন্ডন থেকে অভিনয়ের কোর্স করে এসেছিল। অসম্ভব দক্ষ মডেল ছিল। বহু ছবি ও টিভি শোয়ে কাজ করা শুরু করেছিল। গানের জন্য সুখ্যাতি লাভ করেছিল। ওর আত্মার শান্তি কামনা করি'।
দিব্যার এই পোস্ট এখন ভাইরাল, যা পড়ে তাঁর অনুরাগীরা কান্না ধরে রাখতে পারছেন না। দিব্যার বোন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, 'দিব্যা বড় কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। ও লন্ডন থেকে অভিনয়ের কোর্স করে এসেছিল। অসম্ভব দক্ষ মডেল ছিল। বহু ছবি ও টিভি শোয়ে কাজ করা শুরু করেছিল। গানের জন্য সুখ্যাতি লাভ করেছিল। ওর আত্মার শান্তি কামনা করি'। দিব্যা সোশ্যাল মিডিয়াতে তেমন সক্রিয় না থাকলেও ‘মিসেলটো থেরাপি’ কী জানার জন্য সম্প্রতি ট্যুইট করেছিলেন। Does anyone knows of misseltow Therepy ? I need it help
— Divvya Chouksey (@divvyachouksey) May 7, 2020
হ্যায় আপনা দিল তো আওয়ারা’-ছবির সূত্রে বলিউডে পা রেখেছিলেন দিব্যা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















