PM Modi in Diwali: 'আপনাদের জন্য দেশ নিশ্চিন্তে ঘুমোতে পারে', দিওয়ালিতে সেনাদের মিষ্টি খাওয়ালেন মোদি
PM Narendra Modi Celebrates Diwali: জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর উচ্চপদস্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সেনাদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন মোদি।
নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে সেনাদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর উচ্চপদস্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সেনাদের প্রতি শ্রদ্ধাও নিবেদন করেন মোদি। সেনাদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, "আপনাদের অতন্দ্র প্রহরার জন্যই নিশ্চিন্তে ঘুমোতে পারে দেশ।"
দীপাবলিতে সেনাদের নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও নৌসেরায় প্রবীণ নাগরিকদের সঙ্গেও মত বিনিময় করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদির সফরের আগে, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে বুধবার এই অঞ্চলগুলির পরিদর্শন করেন। জম্মু অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাঁকে জানান হয়েছিল।
আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের উপর আরও কর ছাড়, কেন্দ্রের সিদ্ধান্তের পরই ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের
এই প্রথম নয় যে জম্মু ও কাশ্মীরে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে ২০১৯ সালে ৩৭০ ধারা অপসারণের পরে, তিনি রাজৌরি জেলায় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন। গত বছর, করোনাভাইরাস মহামারী চলাকালীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজস্থানের জয়সালমেরের লঙ্গেওয়ালায় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন।
প্রধানমন্ত্রী মোদি জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে সেনাদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের আত্মত্যাগের জন্য, আপনার বীরত্বের জন্য, প্রতিটি ভারতীয় আজ দীপাবলি উপলক্ষে আপনার জন্য অন্তত একটি দিয়া জ্বালাবে। "
মোদি জানিয়েছেন, ভারতে এখন তেজস বিমান, অর্জুন ট্যাঙ্ক তৈরি হচ্ছে। বিজয়া দশমীর দিন সাতটি সরকারি সংস্থাকে অস্ত্র তৈরির বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এও জানান,এখন ভারত নিজেই নিজের অস্ত্র বানাচ্ছে। আগামী দিনে বিদেশে সেই সব অস্ত্র রফতানিও হবে।