Tamil Nadu New CM : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ-গ্রহণ এম কে স্টালিনের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এম কে স্টালিন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত।
চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এম কে স্টালিন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। করোনাবিধি মেনে আজ সকালে চেন্নাই রাজভবনে চলে শপথগ্রহণ প্রক্রিয়া। স্টালিনের সঙ্গে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৩ সদস্য। এদিকে শপথ নেওয়ার পর স্টালিন রাজভবন থেকে সোজা গোপালাপুরমে বাবা এম করুণানিধির বাসভবনে চলে যান। সেখানে বাবার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন স্টালিন।
স্টালিনের শপথ-গ্রহণ অনুষ্ঠানে পরিবারের তরফে উপস্থিত ছিলেন স্ত্রী দুর্গা স্টালিন। ছেলে উদয়ানিধি। এবারই প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। চেন্নাইয়ের চিপক থেকে। জিতেওছেন। এছাড়া ছিলেন স্টালিনের বোন তথা লোকসভার সদস্য কানিমোঝি। এবং DMK-র ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও শপথ নেন স্টালিন। পুলিশ প্রশাসন এবং বিশেষভাবে সক্ষমদের জন্য জনকল্যাণমুখী পদের দায়িত্ব সামলাবেন তিনি।
এই প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন স্টালিন। ৬৯ বছর বয়সে। তামিলনাড়ুতে তিনিই সবথেকে বেশি বয়সে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। তাঁর বাবা এম করুণানিধি তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেও, স্টালিন সাতবারের বিধায়ক এবং চেন্নাইয়ের দু'বারের মেয়র থেকেছেন। আজ শপথ-গ্রহণের জেরে তাঁর দশ বছরের অপেক্ষার অবসান হল।
এদিকে দায়িত্ব নিয়েই স্টালিনের কাছে প্রথম বড় চ্যালেঞ্জ করোনা মোকাবিলা। দেশের অন্যান্য রাজ্যের মতোই তামিলনাড়ুতেও কোভিড পরিস্থিতি খারাপ। গত ২৪ ঘণ্টায় দাক্ষিণাত্যের এই রাজ্যে নতুন করে প্রায় ২৫ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভোট প্রচারের সময়ই সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যায়। কারণ, প্রতিটি বড় রাজনৈতিকের প্রচারেই সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন করা হয়েছিল। যার জেরে মাদ্রাজ হাইকোর্ট তিরস্কারও করে।
তবে করোনা মোকাবলিয়া দাদা সফল হবেন বলে আশাবাদী কানিমোঝি। বলেন, "করোনা রুখতে ওঁর পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সেটাই হবে ওঁর অগ্রাধিকার।"
এদিকে নতুন মন্ত্রিসভায় আজ ৩৩ জন শপথ নেন। তাঁর মধ্যে নতুন ও অভিজ্ঞের মিশেল রয়েছে। প্রাক্তন ১৯ জন মন্ত্রী রয়েছেন নতুন মন্ত্রিসভায়। এর মধ্যে ২ জন মহিলা।
তামিলনাড়ুর মতো রাজ্যে যেখানে প্রায় খরার সমস্যা দেখা দেয় সেখানে এবার জলসম্পদ মন্ত্রী করা হয়েছে DMK নেতা দুরাইমুরুগানকে। তিনি কাটপাড়ির ছ'বারের বিধায়ক। অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার পালানিভেল থাইগারাজনকে।