এক্সপ্লোর
Advertisement
তিন মাস বেতন হয়নি! প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিল্লির পুর হাসপাতালের ডাক্তারদের
এনডিএমসি পরিচালিত দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল হিন্দু রাও হাসপাতালের সাত ডাক্তার সহ ১০ জন স্বাস্থ্যকর্মী গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
নয়াদিল্লি: দিল্লির পুরসভা পরিচালিত হাসপাতালের ডাক্তাররা গত তিন মাসের বেতন পাননি বলে অভিযোগ জানিয়ে হস্তক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁদের সংগঠন মিউনিসিপ্যাল কর্পোরেশন ডক্টর্স অ্যাসোসিয়েশন (এমসিডিএ) গত সপ্তাহে ইমেলে চিঠি দিয়েছে মোদিকে। সংগঠনের পক্ষ থেকে তাতে বলা হয়েছে, করোনাভাইরাস অতিমারীর ফলে ‘প্রচণ্ড মানসিক চাপ’, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করছেন ডাক্তাররা।
এমসিডিএ-র সভাপতি ডঃ আর আর গৌতম বলেছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল-শেষ তিন মাস বেতন দেওয়া হয়নি আমাদের। আমরা জানি, ডাক্তার হিসাবে রোগীদের সেবা করা আমাদের কর্তব্য। আমরা শুধু বেতনটুকু চাইছি,তার বেশি কিচ্ছু নয়। যদিও এনডিএমসি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। ডঃ গৌতম বলেছেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁকে বাধ্য হয়েই চিঠি লিখেছি, কেননা সমস্য়ার সমাধান চাই, নয়তো ডাক্তারদের সামনে একযোগে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না।
প্রসঙ্গত, এনডিএমসি পরিচালিত দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল হিন্দু রাও হাসপাতালের সাত ডাক্তার সহ ১০ জন স্বাস্থ্যকর্মী গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাস মোকাবিলায় একেবারে সামনের সারিতে রয়েছেন ডাক্তার, নার্সরা। ক্রমশঃ তাঁদের মধ্য়েও সংক্রমণ ছড়াচ্ছে। এর পাশাপাশি এবার নিয়মিত বেতন না পাওয়ার সমস্যার মুখে পড়লেন তাঁরা। বিভিন্ন এমসিডি পরিচালিত হাসপাতালে প্রায় এক হাজার ডাক্তার কর্মরত আছেন বলে জানিয়েছেন ডঃ গৌতম। তাঁর বক্তব্য, নার্স, কর্মচারীরা পেয়েছেন, কিন্তু আমরা কোনও অর্থ পাইনি। আমাদেরও তো সংসার আছে। কী করে চলবে আমাদের?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement