‘মোতেরার জনতাকে ভালবাসি, আর কোথাও এমন উত্তেজনা হবে না’, আমেরিকা ফিরে স্মৃতি রোমন্থন ট্রাম্পের
১ লক্ষ জনতার সামনে বক্তৃতা।
দক্ষিণ ক্যারোলিনা: ১ লক্ষ জনতার সামনে বক্তৃতা। আমদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্পকে সেই সুযোগ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশে ফিরে গিয়ে সেই স্মৃতি রোমন্থন করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ভারতের উদ্বেলিত জনতার জনজোয়ার দেখার পর আর কোথাও তেমন উত্তেজনা অনুভব করবেন না তিনি।
দক্ষিণ ক্যারোলিনায় একটি সভায় বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “নরেন্দ্র মোদি দারুণ মানুষ, দেশের মানুষ তাঁকে ভালোবাসে।” সঙ্গে আরও যুক্ত করেন, এরপর হয়ত আর কোথাও তাঁর এতটা উত্তেজনা হবে না। মোতেরার জনতাকে তিনি ভালবাসেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, তাঁর এই সফর আক্ষরিক অর্থেই সফল।
Unparalleled vibrancy at the world’s largest stadium. Watch... pic.twitter.com/RupPFsOq2z
— Narendra Modi (@narendramodi) February 24, 2020
প্রসঙ্গত, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভারতে এসেছিলেন ট্রাম্প। সেটাও আবার সপিরাবারে। এবারের ভারত সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাঁর মেয়ে ইভাঙ্কা। মোতারার অনুষ্ঠান শেষে ট্রাম্প যান আগ্রায়। সেখানে তাঁকে তাজমহলের ছবি উপহার দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তাজমহল ঘুরে দেখেন প্রসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। যমুনা পারে মুঘল আমলের এই ইমারত ঘুরে দেখেন ইভাঙ্কাও। ঐতিহাসিক ‘ডায়না বেঞ্চে’ বসে স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে ছবিও তোলেন তিনি। দেড় দিনের একটু বেশি সময় ভারতে কাটিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করার পর দেশে ফিরে যান ট্রাম্প ও তাঁর পরিবার।