Live Updates: ভারতে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে ৩৪, সরকারি আধিকারিকদের বৈঠক প্রধানমন্ত্রীর, সক্রিয় করা হল ৫২টি পরীক্ষাগারকে
LIVE
Background
নয়াদিল্লি: কোভিড-১৯ ত্রাস ছড়াচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের গ্রাসে দেশ। সেসময় ভারতবাসীকে আশ্বস্ত করতে গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, করোনাভাইরাসের ক্ষেত্রে কী করণীয়, কী নয়, তা নিয়ে স্রেফ অন্যের মুখের কথায়, গুজবে ভরসা না করে সন্দেহ হলে ডাক্তারের কাছে যান। ভিডিও কনফারেন্সিং করে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজন প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলার সময় একথা বলেন। তিনি বলেন, জনৌষধি ডে স্রেফ একটা স্কিম সেলিব্রেট করার জন্য নয়, লাখ লাখ, কোটি কোটি ভারতবাসী, পরিবারের সঙ্গেও যোগাযোগের সেতু, যাঁরা এই প্রকল্পে উপকৃত হয়েছেন।
পাছে করোনাভাইরাস সংক্রমণ হয়, সেজন্য ছোঁয়াছুঁয়ি এড়াতে হাত মেলানোর বদলে দূর থেকে নমস্কার করে নমস্তে বলার রীতি বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় হওয়া নিয়ে নরেন্দ্র মোদি বলেন, নমস্তে বলার পুরানো অভ্য়াস ফিরিয়ে আনার এটা সঠিক সময়। তিনি বলেন, যদি কোনও কারণে আমরা এই অভ্যাস ভুলে গিয়ে থাকি, তাহলে আবার শিখে নেওয়ার সময় এটাই। হাত মেলানো এড়িয়ে আবার নমস্তে সম্বোধন চালু হোক।
মোদি ভাষণের শুরুতে এও জানান, সারা দেশে ৬ হাজারের বেশি জনৌষধি কেন্দ্র দেশবাসীকে প্রতি মাসে মোট ২০০০-২৫০০ কোটি টাকার মধ্যে সঞ্চয় করতে সাহায্য করেছে। ১ কোটির বেশি পরিবার এই কেন্দ্র থেকে ওষুধ নেন।