DRDO's anti-COVID drug : ৯৯০ টাকায় DRDO-র 'কোভিড-প্রতিরোধী' ওষুধ, ছাড় পাবে কেন্দ্র-রাজ্য
এবার কোভিড-প্রতিরোধী ওষুধ আনল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর মাধ্যেমে বাজারে পাওয়া যাবে এই ওষুধ। একটা ছোট প্যাকেটের দাম রাখা হয়েছে ৯৯০ টাকা।
নয়া দিল্লি: এবার কোভিড-প্রতিরোধী ওষুধ আনল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর মাধ্যেমে বাজারে পাওয়া যাবে এই ওষুধ। একটা ছোট প্যাকেটের দাম রাখা হয়েছে ৯৯০ টাকা।
আগেই ওষুধে অনুমতি দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। সেই অনুযায়ী গত ১৭ মে ডিআরডিও-র 'অ্যান্টি কোভিড ড্রাগ'-এর প্রথম ব্যাচের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। মূলত, করোনা চিকিৎসার অ্যান্টি ভাইরাল ওষুধ হিসাবে ডিফেন্স রিসার্চের এই উদ্ভাবনকে অনুমতি দেয় ড্রাগ কন্ট্রোলার কর্তৃপক্ষ।
মাঝারি থেকে গুরুতর করোনা রোগীর চিকিৎসার সংযোজিত থেরাপি হিসাবে এই ওষুধকে ব্যবহার করা হবে। গত বছর করোনার প্রকোপ শুরু হতেই ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালয়েড সায়েন্সেস(INMAS)-এর কিছু গবেষক DRDO-র ল্যাবে একটি গবেষণা শুরু করেন। এই গবেষণায় সাহায্য করে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (CCMB) হায়দরাবাদ। ডিআরএল-এর সঙ্গে জোট বেঁধে এই গবেষণা চলে। যেখানে দেখা যায়, 2-dexoy-D-glocose (2-DG) মলিকিউল SARS-CoV-2 ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী। এছাড়াও কোভিড ভাইরাস প্রতিরোধে সাহায্য করে এই ওষুধ।
শুক্রবারই ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ-এর তরফে জানানো হয়েছে, ৯৯০টাকায় পাওয়া যাবে এই ওষুধের স্যাসে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে ওষুধ কেনার ক্ষেত্রে ছাড় দেবে কোম্পানি। বর্তমানে পাউডার ফর্মে পাওয়া যাবে এই (2-DG)ওষুধ। জলে গুলেই খেতে হবে কোভিড-প্রতিরোধী ওষুধ।
কেম্পানির তরফে জানানো হয়েছে, ভাইরাস সংক্রমিত কোষগুলির মধ্যে প্রথমে পৌঁছে যাবে এই ওষুধ। পরে সেখানে জমা হয়ে একে একে ভাইরাসের গ্রোথ বা সংশ্লেষ ঘটানো বন্ধ করবে এই মলিকিউল। এক সময় ভাইরাসের শক্তি উৎপাদনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। নির্দিষ্ট কোষে পৌঁছে হামলা করতে পারে বলেই এই ওষুধ সবার থেকে আলাদা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, এই ওষুধের মাধ্যমে রোগীদের গড় সুস্থ হয়ে ওঠার সময় আরও আড়াই দিন কমে যাবে। যার ফলে আগেই কোভিড যুদ্ধে জয় পাবেন রোগী। ডিফেন্স রিসার্চের ওষুধের জেরে করোনা আক্রান্তের অক্সিজেনের চাহিদা ৪০ শতাংশ কমে যাবে।