এক্সপ্লোর
Advertisement
ভিন্নধর্মের মেয়ের সঙ্গে প্রেম, দিল্লিতে ফের পিটিয়ে মারা হল তরুণকে
অজ্ঞান অবস্থায় বিআরজেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
নয়াদিল্লি: ভিন্নধর্মাবলম্বীকে ভালবাসার অপরাধে দিল্লিতে এক তরুণকে পিটিয়ে খুন করল তার প্রেমিকার আত্মীয়রা। মৃতের নাম রাহুল রাজপুত, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। দিল্লির আদর্শনগরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, তিনজনের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম মানোয়ার হুসেন, মোহম্মদ আফরোজ ও সরফরাজ।
ভিন্নধর্মের মেয়েকে ভালবাসার কারণে ২০১৮-তে এই দিল্লিতেই খুন হয়ে যান তরতাজা তরুণ অঙ্কিত সাক্সেনা। সে ক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে প্রেমিকার বাড়ির লোকের দিকে, এমনকী মেয়েটির মাও খুনে সক্রিয় ভূমিকা নেন। অভিযোগ, রাহুলের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। পড়াশোনার পাশাপাশি রাহুল ইংরেজির টিউশন দিতেন। তাঁর পরিবার জানিয়েছে, ৭ তারিখ ১৮ বছরের সদ্যতরুণ টিউশন সংক্রান্ত একটি ফোন পান, বলা হয়, বাড়ির কাছে একটি সরু গলিতে তাঁর সঙ্গে কেউ দেখা করতে এসেছে। অভিযোগ, তাঁর 'প্রেমিকা'ই নাকি তাঁকে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে মেয়েটির ভাই সহ ৭-৮ জন নির্মমভাবে পেটায় তাঁকে।
অজ্ঞান অবস্থায় বিআরজেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
তাঁর বাবা জানিয়েছেন, রাহুল ও তাঁর প্রেমিকা এক সঙ্গে পড়াশোনা করতেন। মেয়েটির ভাই কোথাও তাঁদের এক সঙ্গে দেখে ফেলে। এরপরেই অন্য ছেলেদের ডেকে এনে রাহুলকে পিটিয়ে খুন করে সে। রাহুলের এক আত্মীয় জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, রাহুলের জামাকাপড় ছেঁড়া। তাঁর মুখ লাল, চোখ, ঠোঁট ফুলে ঢোল। ঘটনার ন্যায় বিচার চেয়েছেন তাঁরা।
এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement