Dubai: গরমে গলছে দুবাই, ইলেকট্রিক শকে তৈরি 'নকল বৃষ্টি'তে ভিজল শহর
বেশিদিন এই তাপপ্রবাহ চলতে থাকলে প্রাণহানির সম্ভাবনাও যেমন বৃদ্ধি পাবে তেমন নানা বিপর্যয়ও আসতে পারে।
মারাত্মক গরমে পুড়ছে দুবাই। তাপপ্রবাহ এতটাই যে রাস্তায় বেরোলে চোখ ঝাপসা হয়ে যাওয়ার অবস্থা। রীতিমতো অগ্নিদগ্ধ সৌদি আরবের শহরটি। সে দেশের মৌসম ভবন (UAE’s National Center of Meteorology )-এর তরফে জানান হয়েছে ইতিমধ্যেই ৫০ ডিগ্রি সেলসিয়াসের কোটা পার করেছে দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা।
কিন্তু বেশিদিন এই তাপপ্রবাহ চলতে থাকলে প্রাণহানির সম্ভাবনাও যেমন বৃদ্ধি পাবে তেমন নানা বিপর্যয়ও আসতে পারে। এই আশঙ্কা থেকেই হাইওয়ে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে নকল বৃষ্টি নামিয়ে তাপমাত্রা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে দুবাইতে। ডেইলি মেল সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে, নকল মেঘ তৈরি করা হয়েছে সে দেশে।
জানা গিয়েছে ড্রোন টেকনোলজির মাধ্যমে মেঘ রোপণের কাজ হয়েছে আগে। এটি একটি আধুনিক ও উন্নততর পদ্ধতি। যেখানে ইলেকট্রিক শকের মাধ্যমে ক্লাম্প তৈরি করা হয় প্রথমে। এরপর সেখানে তৈরি করা হয় আর্দ্রতা। যা থেকে পরবর্তীতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়।
সংযুক্ত আরব আমিরশাহীর National Centre of Meteorology-র টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কীভাবে নকল বৃষ্টিতে ভেজানো হচ্ছে দুবাইকে। গরমের দাপটে গলতে শুরু করেছিল দুবাইয়ের হাইওয়েগুলি। পিচ গলা সেই রাস্তায় বৃষ্টি নামিয়ে ভেজানো হয় রাস্তা।
কয়েক মাস আগেই প্রযুক্তির বিষয়ে কথা বলার সময় সংযুক্ত আরব আমিরশাহীর rain enhancement science-research প্রোগ্রামের ডিরেক্টর অলয় আল-মাঝারই আরব নিউকে বলেছিলেন, "বৈদ্যুতিক চার্জ ও কিছু কাস্টমাইজড সেন্সরগুলি দিয়ে ড্রোন বানানোর পদ্ধতি চলছে। যেগুলি দিয়ে বায়ুতে বৈদ্যুতিক চার্জ দেওয়া হবে। সেখান থেকেই নকল মেঘ তৈরি করে বৃষ্টিপাত করা যেতে পারবে।"
দুবাইয়ে যা ঘটল তা দেখে অবশ্য তাজ্জব সবাই। আগে থেকেই আবু ধাবির পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কোন সময়ে বৃষ্টি নামানো হবে। সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে বৃষ্টি খুবই বিরল। বছরে ১০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হয় না সেখানে।