‘পুজোর মজাটাই তো থিম’, বলছেন এই পুজোর উদ্যোক্তারা
শহরের বড় বড় পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে।

কলকাতা: পুজো আসতে আর বিশেষ দেরি নেই। শহরের বড় বড় পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে খুঁটিপুজোর পর্বও। বালিগঞ্জ ফাঁড়ির কাছে ২১ পল্লির ৭৩ বছরের পুজো। প্রতিবারের মতো এবারও মহা ধুমধাম করেই হল খুঁটিপুজো। খুঁটিপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তারকারা। উপস্থিত ছিলেন দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিল ‘গুমনামী’ ছবির টিম। ছিলেন ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২১ পল্লি আবার প্রসেনজিতের পাড়াও বটে। বড় আয়োজন। মহা ধুমধাম এই দুর্গাপুজোকে ঘিরে। পুজোর মজাটাই থিম, বলছেন ২১ পল্লির দুর্গাপুজোর উদ্যোক্তারা।






















