Earthquake : ভোর রাতে ভূমিকম্প ভারতে, থরথর করে কাঁপল মাটি, আতঙ্কে অসমের মানুষ
শনিবার ভোর রাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরপূর্ব ভারতে । রিখটার স্কেলে পরিমাপ ২.৭ ।

আবার ভূমিকম্প। কেঁপে উঠল মাটি। ভোর রাতে কম্পনে ভাঙল ঘুম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার ভোর রাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তরপূর্ব ভারতে । রিখটার স্কেলে পরিমাপ ২.৭ । এনসিএস অনুসারে, ভূমিকম্পটি ভারতীয় সময় ৩:২৯:৫৭ মিনিটে অনুভূত হয়েছিল অর্থাৎ রাত সাড়ে তিনটে নাগাদ। কম্পনের কেন্দ্রস্থল ছিল ২৪.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.২০ পূর্ব দ্রাঘিমাংশে। অসমের কাছাড় জেলায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
EQ of M: 2.7, On: 18/10/2025 03:29:57 IST, Lat: 24.84 N, Long: 93.20 E, Depth: 10 Km, Location: Cachar, Assam.
— National Center for Seismology (@NCS_Earthquake) October 17, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/uBz0tIIgMb






















