Earthquake : আবার ভূমিকম্পের প্রবল ধাক্কা ! একই দিনে দুই দেশে বড় ধাক্কা
ভূমিকম্পটির প্রভাব ছড়িয়ে পড়ে বড় এলাকায়। কেঁপে ওঠে খেনচেলা, সৌক আহরাস এবং এল ওয়েদ।

আবার ভূমিকম্প। গত কয়েকদিন ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ভূমিকম্পের খবর। রবিবার (১৭ আগস্ট) প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আলজেরিয়া। সংবাদ সংস্থা সিনহুয়া-র প্রতিবেদন অনুসারে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৮, যা যথেষ্টই বেশি ! পূর্ব আলজেরিয়ার তেবেসা প্রদেশে ভূমিকম্পের ফলে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
ভূমিকম্পর প্রভাব কোথায় কোথায়
ভূমিকম্পটির প্রভাব ছড়িয়ে পড়ে বড় এলাকায়। কেঁপে ওঠে খেনচেলা, সৌক আহরাস এবং এল ওয়েদ। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
নেপালেও ভূমিকম্প
১৭ অগাস্ট নেপালেও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। পূর্ব নেপালের রামেছাপ জেলায় ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০। তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কম্পন আশেপাশের দোলখা, সিন্ধুলি এবং কাভ্রেপালানচোক জেলাগুলিতেও ছড়িয়ে পড়ে।
সম্প্রতি আর কোথায় কোথায় ভূমিকম্প?
গত মাসে রাশিয়ায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ১০ জুলাই রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সুনামিও সৃষ্টি হয়। আমেরিকার বহু জায়গায় অনেক অঞ্চলে সতর্কতা জারি করা হয়। এই বছরের ১২ অগাস্ট ইন্দোনেশিয়ার জয়পুরায় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৪ । ১০ অগাস্ট তুরস্কের বালকেসিরে একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। গত ৪ অগাস্ট রাশিয়ার সেভেরো-কুরিলস্কেও ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
রাশিয়া, জাপান, আমেরিকায় সুনামির পর ফের কলকাতাবাসীর মনে উঁকি দিচ্ছে আশঙ্কার সিঁদুরে মেঘ। বিশেষজ্ঞরা মনে করছেন,
হিমালয়ের পাদদেশ থেকে কলকাতার দূরত্ব ৫০০ কিলোমিটার মতো। সেক্ষেত্রে হিমালয় উপত্যকায় ভূমিকম্প হলে তার প্রভাব এ শহরে পড়তেই পারে। আর হিমালয়ের কোলে বেশির ভাগ জনপদই ভূমিকম্পপ্রবণ। বিশেষজ্ঞরা মনে করছেন, মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। পাশাপাশি, কলকাতার ভূপৃষ্ঠের চার দশমিক পাঁচ থেকে চার দশমিক সাত পাঁচ কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে, যার জেরেও প্লেট সঞ্চারনের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে।






















