এক্সপ্লোর
Advertisement
আগামী অর্থবর্ষে অর্থনীতি ফের সুদিনের মুখ দেখবে, বললেন স্টেট ব্যাঙ্ক চেয়ারম্যান দীনেশ খাড়া
তাঁর বক্তব্য, সিমেন্ট ও ইস্পাতের মত অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি ২০২০-র এপ্রিলের পর থেকে ভাল ব্যবসা করছে।
কলকাতা: ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাড়া করোনার জেরে তলানিতে চলে যাওয়া দেশের অর্থব্যবস্থা আবার মজবুত হয়ে উঠছে। আশা করা যায়, আগামী অর্থবর্ষেই অর্থনীতিতে আবার গতি আসবে।
বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন দীনেশ খাড়া। তিনি বলেন, ২০২১-এর এপ্রিলে যে আর্থিক বর্ষ শুরু হচ্ছে, তাতে অর্থনীতি আবার ঠিক রাস্তায় ফিরতে পারবে বলে আশা। করোনার জেরে অর্থনীতিতে যে টানা পতন ঘটেছে, তা থেকে বাইরে আসার জন্য আর্থিক অবস্থা অনেক নমনীয় হয়েছে। বর্তমান আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের শেষে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কিছু ইতিবাচক লক্ষণ দেখা গিয়েছে। তবে কর্পোরেট সংস্থাগুলির বিনিয়োগ বৃদ্ধি হতে আরও কিছু সময় লাগবে।
তিনি বলেছেন, কর্পোরেট সংস্থাগুলি ঋণ নেওয়ার ব্যাপারে এখন অনেক সচেতন। তাঁর বক্তব্য, সিমেন্ট ও ইস্পাতের মত অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি ২০২০-র এপ্রিলের পর থেকে ভাল ব্যবসা করছে। তবে পর্যটন ও হোটেল ক্ষেত্রে করোনার খারাপ প্রভাব পড়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
জেলার
Advertisement