Arvind Kejriwal : কেজরিওয়ালকে তলব ইডির, 'গ্রেফতারির ছক' বিস্ফোরক দাবি আপ নেত্রীর
Delhi Excise Policy Case : 'তৃণমূল, শিবসেনা সহ ইন্ডিয়া জোটের সব দলকে সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে', আপের পাশে দাঁড়িয়ে মন্তব্য শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউতের।
নয়াদিল্লি : আবগারি-দুর্নীতি মামলায় (Excise Policy Case) আগামী বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সমন ইডির। আর ওইদিনই (২ নভেম্বর) কেজরিওয়ালকে গ্রেফতারির আশঙ্কা করছে আপ নেতৃত্ব ! সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক দাবি করলেন আপ নেত্রী অতসী।
ইতিমধ্যে আবগারি-দুর্নীতি মামলায় (Excise Policy Case) হেফাজতে রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া। তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর জামিনের আর্জিও খারিজ হয়েছে সুপ্রিম কোর্টে। এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতারির ছক'! মোদির বিরুদ্ধে সরব হওয়াতেই আপ-কে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ আপ নেতৃত্বের। 'তৃণমূল, শিবসেনা সহ ইন্ডিয়া জোটের সব দলকে সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে', আপের পাশে দাঁড়িয়ে মন্তব্য শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউতের।
অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেফতার পরিকল্পনা করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে আপ (AAP) নেত্রী অতসীর দাবি, 'আমরা তথ্য পেয়েছি আগামী ২ নভেম্বর ইডির সমনে হাজির হলে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। তাঁকে কোনও কেসে নয়, গ্রেফতার করা হবে কারণ ওঁকে প্রধানমন্ত্রী ভয় পান। বিজেপি ও প্রধানমন্ত্রী ভালভাবেই জানেন, নির্বাচনে আপকে তাঁরা হারাতে পারবেন না। তাই পন্থা নিয়েছেন যাতে আপের সমস্ত নেতা-নেত্রীকে জেলে ভরা হয়।'
ইতিমধ্যে কেজরিওয়ালকে ইডির তলব প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি (BJP)। দিল্লির বিজেপি সভাপতি বিজেন্দ্র সচদেব বলেছেন, 'মিস্টার সিসোদিয়ার জামিনের আর্জি সুপ্রিম কোর্টের খারিজ করার পরে মিস্টার কেজরিওয়ালকে তলব দুর্নীতি অধ্যায়ের শেষ ধাপ হতে চলেছে। কেজরিওয়ালের পুরো দলই এবার জেলে যাবে।'
গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে। রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে।
#WATCH | On ED summons to Arvind Kejriwal, AAP Minister Atishi says, "We are getting information that when Arvind Kejriwal appears before ED on November 2, ED will arrest & put him in jail. BJP & the PM want to finish AAP. Arvind Kejriwal will be arrested not because there is any… pic.twitter.com/Pi9h6BwR8y
— ANI (@ANI) October 31, 2023
আরও পড়ুন- 'ফোনে যতই আড়িপাতা হোক, লড়াই বন্ধ হবে না', হ্যাকিং-অভিযোগে কড়া রাহুল