ভারতীয় বায়ুসেনায় সামিল হল ৮টি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার
আরও শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনীতে সামিল হল মার্কিন প্রযুক্তিতে তৈরি ৮টি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। আজ পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া।

#WATCH Punjab: The Apache chopper receives water cannon salute, before induction at the Pathankot Air Base. pic.twitter.com/YNT49rjr3B
— ANI (@ANI) September 3, 2019
এই আটটি হেলিকপ্টারই অ্যাপাচের এএইচ-৬৪ বিভাগের হেটিকপ্টার। এটিই মার্কিন প্রযুক্তিতে তৈরী অ্যাপাচের সাম্প্রতিককালের সবচেয়ে অত্যাধুনিক হেলিকপ্টার। হেলফায়ার ও স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত অ্যাপাচে হেলিকপ্টার বায়ুসেনায় অন্তর্ভুক্তির পর আকাশপথে শত্রুপক্ষের উপর হামলা চালানো আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Punjab: Apache helicopter of the Indian Air Force ready to be inducted at the Pathankot Air Base. The Indian Air Force will induct 22 of these choppers acquired from the US. pic.twitter.com/ezJoGMaRW7
— ANI (@ANI) September 3, 2019
২০১৫-য় মার্কিন প্রতিরক্ষা সংস্থার সঙ্গে ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার চুক্তি স্বাক্ষর করে ভারত। এখনও পর্যন্ত মার্কিন সংস্থার কাছ থেকে ৮টি হেলিকপ্টার হাতে পেয়েছে বায়ুসেনা। ২০২০-র মধ্যে বাকিগুলি এসে পৌঁছবে। ভারত বিশ্বে ১৬তম দেশ, যাদের বিমান বাহিনীর হাতে থাকছে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। Punjab: Air Chief Marshal BS Dhanoa and Western Air Commander Air Marshal R Nambiar near the Apache choppers for 'Pooja' ceremony before induction at the Pathankot Air Base. India is the 16th nation in the world to be operating the Apache attack helicopters. pic.twitter.com/I3BmEibO66
— ANI (@ANI) September 3, 2019
এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের। কিন্তু জাপানে সফর করার কারণে এদিন অনুপস্থিত ছিলেন তিনি। 





















