এক্সপ্লোর
করোনা রুখতে ২০ তারিখ পর্যন্ত লকডাউন বাড়ান, কেন্দ্রকে অনুরোধ ব্যবসায়ী সংগঠনের
সময়সীমা পেরিয়ে গেলে পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করতে হবে। যদি অবস্থা অনুকূল হয় তবে শুরু করতে হবে কড়াকড়ি প্রত্যাহার।
নয়াদিল্লি: কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করল। সময়সীমা বাড়লে দেশে করোনা সংক্রমণ কমতে পারে বলে তারা মনে করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ নিয়ে চিঠি লিখেছে সিএআইটি। তাতে সব রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের মধ্যে এক সমীক্ষার ভিত্তিতে তারা এই অনুরোধ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, যদিও লকডাউনের জেরে ব্যবসায়ীরা সব দিক থেকে বিরাট ক্ষতির মুখে পড়েছেন, তবু দেশের স্বার্থে তাঁরা জাতির উদ্দেশে তাঁদের শ্রেষ্ঠ পরিষেবা দিতে ইচ্ছুক। কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক, ব্যবসায়ী সমাজ তা সম্পূর্ণ সমর্থন করবে। টানা লকডাউনের প্রভাব আর্থিক প্রভাব অসহনীয় হয়ে উঠতে পারে, তবু আশা, ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্য ক্ষেত্রে সরকারের কাছ থেকে পাওয়া আর্থিক সাহায্যের ফলে তাঁরা নিজেদের পুনর্গঠন করতে পারবেন, আবার হাত লাগাবেন দেশের অর্থনীতির উন্নতিতে।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিএআইটি বলেছে, যেভাবে গত সপ্তাহ ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে, আর কেন্দ্র যেভাবে রোগের গোষ্ঠী সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে, তাতে ব্যবসায়ী সমাজ মনে করছে, লকডাউনের মেয়াদ ৩০ তারিখ পর্যন্ত বাড়ানো উচিত। সময়সীমা পেরিয়ে গেলে পরিস্থিতির সঠিক বিশ্লেষণ করতে হবে। যদি অবস্থা অনুকূল হয় তবে শুরু করতে হবে কড়াকড়ি প্রত্যাহার। খুচরো ব্যবসায়ীরা সারাক্ষণ সাধারণ মানুষের সংস্পর্শে আসেন, ৭ কোটির মত ছোট ব্যবসায় ৪০ কোটি মানুষ নিযুক্ত। এই রোগ থেকে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা সব থেকে বেশি। যদি একবার ব্যবসায়ী সমাজে এই রোগ ছড়িয়ে যায় তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। দেশের সেরা শিল্পপতিরা এই আশঙ্কা প্রকাশ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement