এক্সপ্লোর
গতকাল ১ ঘণ্টার জন্য বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্ষোভ বিশ্বজুড়ে
বহু ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজার এ নিয়ে অভিযোগ করেন #ইনস্টাগ্রামডাউন ও #ফেসবুকডাউন লিখে।

নয়াদিল্লি: প্রযুক্তিগত কারণে গতকাল ১ ঘণ্টার জন্য বিশ্বজুড়ে বন্ধ ছিল ফেসবুক আর ইনস্টাগ্রাম। এ নিয়ে অসংখ্য মানুষ ক্ষোভপ্রকাশ করেছেন। প্রযুক্তিগত ত্রুটির জেরে গতকাল বিশ্বজুড়ে ফেসবুক নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকে। ইউজাররা ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারছিলেন না। এ দেশেও ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজাররা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারছিলেন না। এ ধরনের বিভ্রাট ট্র্যাক করে এমন একটা সাইট জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১টায় এই গন্ডগোল হয়। ইউরোপ, উত্তর আমেরিকা জুড়ে ইনস্টাগ্রাম ইউজাররা এই সমস্যার মোকাবিলা করেন। ১ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। বহু ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউজার এ নিয়ে অভিযোগ করেন #ইনস্টাগ্রামডাউন ও #ফেসবুকডাউন লিখে। ফেসবুকের বিরুদ্ধে এ বছর একের পর এক অভিযোগ উঠেছে। গত মাসে এভাবেই প্রযুক্তিগত সমস্যার জেরে ইনস্টাগ্রাম গোটা বিশ্বে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে। মার্চে ফেসবুক তার ইতিহাসে অন্যতম শোচনীয় প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। ১৪ ঘণ্টার বেশি বন্ধ থাকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের মত তাদের অত্যন্ত জনপ্রিয় সব অ্যাপ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















