এক্সপ্লোর
কাল মহারাষ্ট্রে ভোটগণনা, কেদারনাথে পুজো দিলেন ফঢ়নবিশ
রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলডিয়াল ফঢ়নবিশের মন্দিরযাত্রার খবর নিশ্চিত করলেও জানিয়েছেন যে, এটা তাঁর বেসরকারি সফর হওয়ার ফলে জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে কোনও আগাম খবর ছিল না।

দেহরাদুন: উত্তরাখন্ডের দেহরাদুনের কেদারনাথ মন্দিরে পুজো-প্রার্থনা করলেন দেবেন্দ্র ফঢ়নবিশ। আগামীকাল মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার প্রাক্কালেই মন্দির দর্শন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। সোমবার মহারাষ্ট্র, হরিয়ানায় বিধানসভা ভোট হয়েছে। দ্বিতীয়বার মহারাষ্ট্রে সরকার গড়ার লক্ষ্যে ভোটে লড়ছেন ফঢ়নবিশ। রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলডিয়াল ফঢ়নবিশের মন্দিরযাত্রার খবর নিশ্চিত করলেও জানিয়েছেন যে, এটা তাঁর বেসরকারি সফর হওয়ার ফলে জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে কোনও আগাম খবর ছিল না। বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি সূত্রে বলা হয়েছে, হিমালয়ের বুকে এই বিখ্যাত মন্দিরে পুজো দিয়ে ঘন্টাখানেক কাটিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কথা বলেছেন ‘তীর্থ পুরোহিতদের’ সঙ্গেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















