Fake SBI Branch: প্রতারণার নয়া নজির, SBI-এর ভুয়ো শাখা খুলল প্রতারকরা
Chhattisgarh News: স্টেট ব্যাঙ্কের ভুয়ো শাখা খুলে লোক ঠকানোর ছক করেছিল একদল প্রতারক। কিন্তু,
রায়পুর: ভুয়ো লিঙ্ক-কে ক্লিক করিয়ে বা নানাভাবে ওটিপি হাতিয়ে ব্যাঙ্কের টাকা লুঠ করার নিত্য নতুন উপায় বের করেছিল প্রতারকরা। যার জেরে সর্বশ্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। অন্যদিকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। কিন্তু, প্রতারণা করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) আস্ত একটা ভুয়ো শাখাই খুলে ফেলল প্রতারকরা। শুনতে অবাস্তব লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। আর সেই ব্যাঙ্কের শাখায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের থেকে ২ থেকে ৬ লক্ষ টাকা ঘুষও নিয়েছে। পাশাপাশি অ্যাকাউন্ট খুলে প্রচুর মানুষের থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে।
আরও পড়ুন: Marital Rape: বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
ছত্তিশগড়ের রাজধানী রাায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে শক্তি জেলা ছাপোরা গ্রামে ১০ দিন আগে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা খুলে সেখানে ৬ জন কর্মীকে নিযুক্ত করা হয়। তারপর আস্তে আস্তে ছাপোরা গ্রামের পাশাপাশি স্থানীয় আরও কয়েকটি গ্রামের মানুষের অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করতে থাকে প্রতারকরা। প্রথমে সবকিছু ঠিকঠাক চললেও ২৭ সেপ্টেম্বর আচমকা ওই ভুয়ো শাখায় হানা দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও উচ্চপদস্থ পুলিশ কর্মীরা। শক্তি জেলার ডাবরা গ্রামে থাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ছাপোরা গ্রামের ওই ভুয়ো শাখা হানা দেন তাঁরা। আর তখন সামনে আসে আসল সত্য। জানা যায়, মাসে সাত হাজার টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া নেওয়ার পাশাপাশি নতুন আসবাবপত্র, ব্যাঙ্কের প্রয়োজনীয় কাগজের সঙ্গে সঙ্গে টাকা লেনদেন করার জন্য কাউন্টারও খুলে ফেলেছিল প্রতারকরা।
এপ্রসঙ্গে শক্তি জেলার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর রাজেশ প্যাটেল বলেন, ডাবরা ব্রাঞ্চের ম্যানেজার খবর দেন ছাপোরা গ্রামে এসবিআইয়ের একটি ভুয়ো শাখা খোলা হয়েছে। এরপর বিষয়টির তদন্তে নেমে জানা যায় তাঁর অভিযোগ সম্পূর্ণ সত্য। আর ওই শাখায় ভুয়ো নিয়োগপত্র দিয়ে একাধিক কর্মীকে নিযুক্ত করা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে চারজন। তাদের মধ্যে দুজন হল রেখা সাহু ও মন্দির দাস। আর ওই ভুয়ো ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে কাজ করছিল পঙ্কজ নামে এক ব্যক্তি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Delhi Drug Bust: রাজধানীতে মাদকচক্রের রমরমা? উদ্ধার হল ২০০০ কোটির কোকেন