(Source: ECI/ABP News/ABP Majha)
Farm Laws Repeal LIVE: কৃষকদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমে কৃষি আইন প্রত্যাহার উদযাপন কংগ্রেস, এসএফআই-এর
Farm Laws Repeal LIVE Update: দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর। কৃষকরা এবার ক্ষেতে ফিরে আসুন, আবেদন প্রধানমন্ত্রীর।
LIVE
Background
নয়াদিল্লি: দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষপর্যন্ত ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। গুরু নানকের জন্মদিনে (Guru Nanak Birthday) আজ জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এই ঘোষণা করে মোদির আবেদন, কৃষকরা এবার খেতে ফিরে আসুন।
দেশজুড়ে প্রতিবাদের মুখে পড়ে ৩টি কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal)। গুরু নানকের জন্মদিনে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। কৃষকরা এবার খেতে ফিরে আসুন, আবেদন প্রধানমন্ত্রীর।
এতে কৃষকদের জয় হল, হার হল বিজেপির, প্রতিক্রিয়া তৃণমূলের। বিলম্বে বোধোদয়, এত কৃষক মৃত্যুর পর কেন চৈতন্য, প্রশ্ন কংগ্রেসের
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন পাসের পর রাস্তায় নামেন কৃষকরা। হরিয়ানা, পাঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। কংগ্রেস-সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার ভোট। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তিনটি কৃষি আইন কার্যকরের ওপর স্থগিতাদেশ।
Farm Laws Repeal Live Updates: কৃষি আইন নিয়ে টানাপোড়েন অব্যাহত
মোদি সরকারের কৃষি আইন প্রত্যাহারের পরও তা নিয়ে টানাপোড়েন অব্যাহত। নরেন্দ্র মোদি যখন কৃষকদের উদ্দেশে নতুন শুরুর ডাক দিলেন, তখন প্রিয়ঙ্কা গাঁধী কৃষকদের পিষে মারার কথা মনে করিয়ে পাল্টা সুর চড়ালেন। ভোট মিটে গেলে কৃষি আইন ফিরিয়ে আনার আশঙ্কাও প্রকাশ করেছেন বিরোধীদের অনেকে।
3 Farm Laws Repeal Live Updates: কৃষকদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মোদি সরকারের ৩টি কৃষি আইন প্রত্যাহারের পরই কৃষকদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারকে উদযাপন করে কংগ্রেস ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও।
Farm Laws Repeal Live: কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর সিঙ্ঘু, গাজিপুর সীমানায় উচ্ছ্বাস
কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে দিল্লির সিঙ্ঘু ও উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় উচ্ছ্বাস। পরস্পরকে মিষ্টিমুখ করালেন আন্দোলনকারীরা। কৃষি আইন রদের ঘোষণার পরে কবে পুরোপুরি খুলবে সিঙ্ঘু-টিকরি-গাজিপুরের রাস্তা? পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কাল সিঙ্ঘুতে কৃষক সংগঠনগুলির বৈঠক।
3 Farm Laws Repeal Live Updates: কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হটল মোদি সরকার
কৃষক আন্দোলনের চাপের মুখে পিছু হটল মোদি সরকার। ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও
আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর পড়ুক সংসদে।
Farm Laws Repeal Live: কৃষকদের ঐতিহাসিক জয়, প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির
কৃষকদের ঐতিহাসিক জয়, প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।