এক্সপ্লোর
Advertisement
শূকরের মতো চিৎকার করবেন না, যৌনসহবাস নিয়ে মহিলাকে কটাক্ষ পড়শিদের
মহিলাকে লেখা নোটের ছবি পোস্ট করা হয় ট্যুইটারে। ইতিমধ্যেই ওই নোটের ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইংরাজিতে লেখা, দয়া করে যখন তখন আপনি শূকরের মতো চিৎকার করা বন্ধ করুন। আমরা আপনার প্রতিবেশী।
কলকাতা: শূকরের মতো চিৎকার করবেন না। যৌনসহবাস পর্বে মহিলার চিৎকারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলেন প্রতিবেশীরা। নোট লিখে পাঠালেন তাঁরা। যেখানে স্পষ্টভাবে মহিলার আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। পাল্টা জবাব দিয়েছেন ওই মহিলাও।
মহিলাকে লেখা নোটের ছবি পোস্ট করা হয় ট্যুইটারে। ইতিমধ্যেই ওই নোটের ছবি ভাইরাল হয়েছে। যেখানে ইংরাজিতে লেখা, দয়া করে যখন তখন আপনি শূকরের মতো চিৎকার করা বন্ধ করুন। আমরা আপনার প্রতিবেশী। আপনার এই আচরণে আমরা অসুস্থ বোধ করছি। প্রতিবেশীদের এই নোটে স্পষ্ট যে মহিলার এই আচরণ মোটেই পছন্দ করছেন না তাঁরা।
এই নোটের পাল্টা জবাব দিয়েছেন ওই মহিলা। তিনি লিখেছেন, আমার মনে হত, আমি ভেষজ সুগন্ধীর মতো আওয়াজ করি। কিন্তু এখন দেখছি তা নয়। ওই ছবি ১১০০ বার রিট্যুইট করা হয়েছে। লাইক পড়ে ২১ হাজারের বেশি। ওই মহিলার সমর্থনে এগিয়ে এসেছেন নেটিজেনদের একাংশ। কমেন্টে একজন লিখেছেন, প্রতিবেশীরা দুঃখে আছেন তাই এসব কথা বলেছেন। ওই মহিলা নিজের পোস্ট রিপোস্ট করেছেন। তিনি লিখেছেন, ওঁরা মনে করেন শুক্রবার রাত ৯টায় আমি ওঁদের ৪ মিনিটের কথা শুনিনি। আমি কাউকে হিংসা করি না। আরেকজন মজার ছলে লিখেছেন, এই নোট যিনি লিখেছেন তিনি বোধহয় নতুন আওয়াজ শুনতে চাইছেন। তিনি হয়ত শূকরের আওয়াজ পছন্দ করেন না। আরেকজন লিখেছেন, ওঁদের নিজেদের জীবনে মশলা মাখানো উচিত।
একজন মহিলাকে এই ধরনের নোট দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। অনেকের মতে হয়ত আদৌ কোনওদিন সমাজের পরিবর্তন হবে না। তবে মহিলাকে যে তাঁর প্রতিবেশীর কথায় গুরুত্ব দিতে নারাজ তা স্পষ্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement