এক্সপ্লোর
গুজরাতের রাজকোটে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মৃত ৬ রোগী
কীভাবে আগুন লাগল জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি।

রাজকোট: কাকভোরে ঘুমের মধ্যেই আগুন। পুড়ে, দম আটকে মারা গেলেন অন্তত ৬ রোগী। গুজরাতের রাজকোটের শিবানন্দ হাসপাতালের আইসিইউয়ে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। মাভাডির সর্দার নগরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশালিটি ট্রাস্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। ঘটনার সময় আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের অন্যান্য কক্ষেও। প্রশাসন মনে করছে, আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। রাজকোট অগ্নিনির্বাপণ বিভাগ আগুন নেভাতে সক্ষম হয়েছে, রোগীদের পাঠানো হয়েছে অন্য হাসপাতালে। জানা গিয়েছে, ৬ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন রোগী আগুনে গুরুতর জখম হয়েছেন। কীভাবে আগুন লাগল জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















