Delhi Flight Disruption: দিল্লিতে খারাপ আবহাওয়ার জের, দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা
Flight Disruption: ঘন কুয়াশার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। যার প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। ভোগান্তির শিকার যাত্রীরা
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা। ব্যাহত বিভিন্ন রুটের বিমান ওঠানামা। কলকাতা থেকে দিল্লিগামী সহ একাধিক রুটের উড়ান বাতিল। বাকিগুলিকে নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে চালানো হচ্ছে।
দেশজুড়ে ব্যাহত বিমান পরিষেবা: দিল্লিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকেছে। আর তার জেরেই সারা দেশেই ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। কলকাতা থেকে একাধিক বিমানের রুট রয়েছে আকাশ পথে দিল্লির উপর দিয়েই। দৃশ্যমানতা কমে যাওয়ায় সংশ্লিষ্ট রুটের বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। পাশাপাশি বাতিল করা হয়েছে প্রচুর বিমান। কলকাতা, মুম্বই, দিল্লি এবং চেন্নাইয়ের মতো বড় বিমানবন্দরে অ্যান্টি ফগ ল্যান্ডিং সিস্টেম রয়েছে। কিন্তু তারপরেও কেন এই সমস্যা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিমানবন্দর সূত্রে খবর, এই CAT III ল্যান্ডিং সিস্টেম থাকলেও একাধিক বিমান সংস্থার পাইলটরা এই ট্রেনিং করা নেই। ফলে কুয়াশার সময় কীভাবে ল্যান্ড করা যাবে তা সংশ্লিষ্ট পাইলটদের জানা নেই। সব মিলিয়ে ভোগান্তির মুখে যাত্রীরা। এদিন দিল্লি বিমানবন্দরে বিক্ষোভ দেখান যাত্রীরা।
গত কয়েকদিন ধরেই ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর ভারত। চলতি মরশুমে রবিবারই ছিল শীতলতম দিন। আর এদিন ভোর থেকেই বিমান পরিষেবা ব্যাহত রাজধানীতে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দশটি বিমানের রুট পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের থেকে দেরিতে ওঠানামা করছে একশোটি বিমান। এদিন ভোর ৪টে থেকে সকাল ১০টা পর্যন্ত দৃশ্যমানতা ছিল না। যার ফলে কোনও বিমান ছাড়েনি দিল্লি বিমানবন্দর থেকে। ওই সময়ে মাত্র ১৫টি বিমানকে ল্যান্ড করানো সম্ভব হয়েছে। স্বাভাবিক সময়ে প্রতি ঘণ্টায় ৬০টি বিমান ওঠানামা করে।
এদিকে পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। পারদ-পতনে রবিবার শৈল শহর দার্জিলিঙের সঙ্গে টেক্কা দিল জঙ্গলমহলের জেলা পুরুলিয়া। ভৌগলিক দূরত্ব ৬০০ কিমির বেশি হলেও পারদ পতনে এক হয়ে গেল রাজ্যের দুই প্রান্ত। রবিবার দুই জেলারই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।পারদ-পতনে এক জেলা অপর জেলাকে টেক্কা দিচ্ছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূমে শৈত্য় প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১-২ দিন তাপমাত্রা একইরকম থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্য়ে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে সোমবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরে কুয়াশার দাপট থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।