ATM Cash Withdrawl: ডেবিট কার্ড ছাড়াই ক্যাশ তুলুন এটিএম থেকে, পথ দেখাচ্ছে HDFC
এবার থেকে কার্ড ছাড়াই নগদ তুলুন ব্যাঙ্কের এটিএম থেকে। প্রাথমিকভাবে মনে সন্দেহ জাগলেও এটিএমে এই লেনদেন নিয়ে চিন্তার কিছু নেই। ট্যুইট করে গ্রাহক সুরক্ষার কথা নিজেই জানিয়েছে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
নয়াদিল্লি: ডেবিট বা এটিএম কার্ডের কথা ভুলে যান। এবার থেকে কার্ড ছাড়াই নগদ তুলুন ব্যাঙ্কের এটিএম থেকে। গ্রাহকদের সুবিধার্থে এই সুযোগ দিচ্ছে HDFC। ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই কার্ডছাড়া নগদের সুবিধা দেশের সব HDFC এটিএমে পাবেন গ্রাহক।
প্রাথমিকভাবে মনে সন্দেহ জাগলেও এটিএমে এই লেনদেন নিয়ে চিন্তার কিছু নেই। ট্যুইট করে গ্রাহক সুরক্ষার কথা নিজেই জানিয়েছে HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কোম্পানির তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টা ব্যাঙ্কের সব 'অটোমেটিক টেলর মেশিন'(ATM)-এ কার্ড ছাড়া টাকার তোলার সুযোগ পাবেন গ্রাহক। এই কার্ডলেস লেনদেন সম্পূর্ণ সুরক্ষিত।
তবে এই সুযোগের পাশাপাশি মানতে হবে কিছু নিয়ম। কেউ চাইলেই ইচ্ছেমতো কার্ডছাড়া নগদ বের করতে পারবেন না। এই ক্ষেত্রেও কিছু নিয়ম বেঁধে দিয়েছে ব্যাঙ্ক। HDFC-র তরফে বলা হয়েছে, কোনও গ্রাহক চাইলে ১০০ টাকা থেকে ১০,০০০ দিনে কার্ডলেস ক্যাশ তুলতে পারবেন। তবে সারা মাসে এই নগদ তোলার সর্বোচ্চ অঙ্ক ২৫,০০০টাকা।
কীভাবে ডেবিট বা এটিএম কার্ড ছাড়া নগদ তুলবেন ?
১ প্রথমে আপনার কাছের HDFC এটিএমএ যান।
২ সেখানে কার্ডলেস ক্যাশ অপশন দেওয়া রয়েছে মেনুতে।
৩ লেনদেনের ক্ষেত্রে আপনার পছন্দসই ভাষায় ক্লিক করুন।
৪ এবার রেজিস্টার ফোন নম্বর মেশিনে দিন।
৫ নম্বরটি আপনার কিনা তা ওটিপি-র মাধ্যমে যাচাই করা হবে।
৬ শেষে ডিজিট অর্ডার আইডিতে কত টাকা তুলবেন তা টাইপ করুন।
৭ কার্ডছাড়া ক্যাশ নিয়ে বাড়ি ফিরুন।
দেশের ব্যাঙ্কিং সেক্টরের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ডিজিটাল লেনদেনের যুগেও দেশে এটিএম প্রতারণা বেড়ে গিয়েছে। বহু জায়গায় এটিএম মেশিনের মধ্যেই পাসওয়ার্ড জানার জন্য আটকানো থাকছে আলাদা ক্যামেরা। কোথাও বা টাইপিং বোর্ডের ওপর অতিরিক্ত ইম্প্রেশন বোর্ড আটকে দিচ্ছে প্রতারকরা। সেখানে টাইপ করলেই আপনার পাসওয়ার্ড চলে যাচ্ছে জালিয়াতদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কার্ডলেস লেনদেনের দিকে ঝুঁকছে ব্যাঙ্কগুলি। ইতিমধ্যেই বেশকিছু ব্যাঙ্ক চালু করেছে কার্ডলেস এই পরিষেবা।