এক্সপ্লোর
কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আয়কর হানার পর আপ্ত সহায়কের আত্মহত্যা
কংগ্রেস মুখপাত্র রবি গৌড়ার দাবি, পরমেশ্বরের বিরুদ্ধে আয়কর হানার জেরেই এই আত্মহত্যা। তিনি বলেন, নেতার বিরুদ্ধে আয়কর হানার পর সে ব্যাপারে তাঁকেও তদন্ত সংস্থার অফিসাররা জেরা করেন। এতে চাপে ছিলেন রমেশ।

বেঙ্গালুরু: কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের বাসভবন, দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকদিন আগেই আয়কর দপ্তর হানা দিয়েছে। শনিবার সকালে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) কাছে একটি গাছ থেকে মিলল পরমেশ্বরের আপ্ত সহায়ক বলে পরিচিত এন এস রমেশ নামে একজনের ঝুলন্ত দেহ। পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, কংগ্রেস দপ্তরে টাইপিস্ট হিসাবে দলের সঙ্গে রমেশের সম্পর্কের সূত্রপাত। পরে পরমেশ্বরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দুদিন আগে পরমেশ্বরের বাড়ি, দপ্তর ও তাঁর অধীনস্থ সিদ্ধার্থ গ্রুপ অব ইনস্টিটিউশনসের ভবনে হানা, তল্লাশির পাশাপাশি রমেশকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন আয়কর গোয়েন্দারা। সহকারীকে হারিয়ে শোকাতুর পরমেশ্বর জানিয়েছেন, তিনি রমেশকে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছিলেন। কর্নাটক প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পরমেশ্বর সাংবাদিকদের বলেন, কেন ও আত্মঘাতী হল, জানি না। আজ সকালেও ওর সঙ্গে কথা হয়, ওকে শক্ত থাকতে বলি। যেখানে রমেশের ঝুলন্ত দেহ মিলেছে, সেখানে যান পরমেশ্বর। কংগ্রেস মুখপাত্র রবি গৌড়ার দাবি, পরমেশ্বরের বিরুদ্ধে আয়কর হানার জেরেই এই আত্মহত্যা। তিনি বলেন, নেতার বিরুদ্ধে আয়কর হানার পর সে ব্যাপারে তাঁকেও তদন্ত সংস্থার অফিসাররা জেরা করেন। এতে চাপে ছিলেন রমেশ। পরমেশ্বর ও আরও এক প্রবীণ দলীয় নেতা আর এল জেলাপ্পার বিরুদ্ধে আয়কর হানার নিন্দা করে কর্নাটক প্রদেশ কংগ্রেস ট্যুইট করেছে, ভি জি সিদ্ধার্থের পর রাজ্যে আয়কর দপ্তরের দ্বিতীয় বলি হলেন একজন। বিজেপি নিয়ন্ত্রিত আয়কর দপ্তর রমেশের প্রাণ কাড়ল। বিরোধীদের পিষে দিতে তাড়াহুড়ো করতে গিয়ে ওরা মানবিকতার যাবতীয় মাত্রা উপেক্ষা করে বারবার নিজেদের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে ওরা। এটা অভূতপূর্ব, নিন্দনীয়।
The IT dept in cahoots with @BJP4India have one point agenda which is to target opposition leader & harass innocent people
our profound Condolences to Ramesh's family
Allegedly harassed & hounded to commit suicide by IT Dept which is unleashing a Tax terrorism on the common man https://t.co/Z6KvTsrBMA
— Karnataka Congress (@INCKarnataka) October 12, 2019
প্রসঙ্গত, গত ২৯ জুলাই কর্নাটকের ম্যাঙ্গালুরুতে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সিদ্ধার্থ। তিনি আয়কর দপ্তরের হেনস্থার জন্যই এই চরম পদক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। এদিকে মঙ্গলবার পরমেশ্বরকে তাঁদের সামনে হাজির থাকতে বলেছেন আয়কর অফিসাররা। তিনি বলেন, আমি মঙ্গলবার যাব। কিছু ছাত্রের অভিযোগের ভিত্তিতেই তাঁর বাসভবন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাসি চালানো হয়েছে বলে তাঁকে জানিয়েছেন আয়কর অফিসাররা, এমনই দাবি পরমেশ্বরের। তবে তিনি বলেন, এমনটা হতেও পারে, কিন্তু এর সত্যতা খতিয়ে দেখা উচিত। আয়কর তল্লাশিতে রাজনীতির রং দিতে রাজি হননি পরমেশ্বর। তিনি জানান, আয়কর হানায় উঠে আসা তথ্যের ব্যাপারে যাবতীয় জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে কী হয়েছে, ওদের হাতে যেসব তথ্য আছে, তার পাল্টা জবাব দিতে হবে আমায়। আয়কর দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে শুক্রবারই জানায়, তারা গত ৯ অক্টোবর কর্নাটকের একটি সামনের সারির ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাসি চালিয়েছে যারা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান চালায়। তারা দেখেছে যে, যেসব আসন আদতে মেধার মাপকাঠিতে মেডিকেল কাউন্সেলিং কমিটির কাউন্সেলিংয়ের মাধ্যমে বন্টন হওয়ার কথা, সেগুলিকে ড্রপআউট সিস্টেমের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কোটা আসনে বদলে দেওয়া হয়েছে। আসন বদলের অভিযোগের সমর্থনে অকাট্য তথ্যপ্রমাণও মিলেছে, দালালদের কমিশন দেওয়া, নগদ অর্থের বিনিময়ে আসন বিক্রির প্রমাণও পাওয়া গিয়েছে। এমবিবিএস ও পোস্ট গ্র্যাজুয়েট আসনের চরিত্র বদলে দেওয়ার জন্য একাধিক এজেন্ট কাজে লাগানোর প্রমাণও মিলেছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















