‘ওদের নেই?’ পুলিশকর্মীদের ওপর পাথরবৃষ্টি, মানবাধিকার কর্মীদের ‘দ্বিচারিতায়’ ক্ষুব্ধ গম্ভীর
এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ-আন্দোলন দেশের একাধিক প্রান্তে হিংসাত্মক আকার নিয়েছে। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিবাদ জানানোর সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইটবৃষ্টি করছে। আঘাত থেকে নিজেদের বাঁচাতে নিজেদের কোনওমতে আড়াল করছেন পুলিশকর্মীরা। কার্যত, একটা ছাউনির নীচে কোণঠাসা হয়ে পড়েছেন তাঁরা। সেখানে, তাঁদের ঘিরে ধরে বিক্ষোভকারীরা ক্রমাগত ইট ও পাথরবৃষ্টি করে চলেছে।
I think all human rights warriors, bollywood attention seekers and pseudo liberal journalists have gone to the UN to seek a referendum on whether policemen have human rights or not. Sick! #Gujrat #Lucknow #Delhi@MamataOfficial @ArvindKejriwal pic.twitter.com/IbzZAsx7DS
— Gautam Gambhir (@GautamGambhir) December 20, 2019
এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন গম্ভীর। মানবাধিকার কর্মীদের ওপর নিজের ক্ষোভ উগরে দেন তিনি। গম্ভীরের দাবি, এমনিতে যে কোনও বিষয়ে সোচ্চার হন মানবাধিকার ও তথাকথিত মুক্তপন্থারা। অথচ, যে পুলিশকর্মীরা নাগরিকদের আইনশৃঙ্খলার অভিভাবকের দায়িত্ব পালন করে থাকেন, সেই পুলিশকর্মীদের মানবাধিকার প্রসঙ্গে তাঁরা মুখে কুলুপ আঁটেন। ফলে, এই তথাকথিত মানবাধিকার কর্মী ও মুক্তপন্থাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। টুইটারে তথাকথিত বিদ্বজ্জনদের বিরুদ্ধে কটাক্ষ করেন গম্ভীর। বলেন, তাঁর মানবাধিকার নিয়ে গণভোটের দাবি তুলে বিদ্বজ্জনরা রাষ্ট্রপু্ঞ্জের দ্বারস্থ হবেন কি না। কারণ, তিনি সর্বদা দেশের সুরক্ষাবাহিনীর অধিকার রক্ষা ও স্বার্থ নিয়ে সর্বদা সোচ্চার হন এবং নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় খুল্লমখুল্লা প্রকাশও করেন।