এক্সপ্লোর
Advertisement
ব্যবহৃত মাস্ক, গ্লাভস ফেলে দেওয়ার আগে টুকরো করে ৭২ ঘণ্টা রেখে দিন, বলছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড
রেলের কামরার মত সাময়িক আইসোলেশন ওয়ার্ডগুলিতে আলাদা রঙের বিন রাখতে হবে, যাতে ভিন্ন ভিন্ন বর্জ্য ফেলার জন্য আলাদা করা যায়, করোনা বর্জ্য ফেলার জন্য আলাদা বিন রাখার কথাও বলা হয়েছে।
নয়াদিল্লি: সংক্রমিত হোক বা না হোক, ব্যবহৃত মাস্ক, গ্লাভস ফেলে দেওয়ার আগে তা টুকরো করে কাগজের ঠোঙায় ভরে অন্তত ৭২ ঘণ্টা রেখে দিতে হবে। নির্দেশ দিল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবি। শপিং মল, বিভিন্ন প্রতিষ্ঠান ও অফিসগুলিকেও পিপিই, গ্লাভস ও মাস্কের ক্ষেত্রে এই নির্দেশ মেনে চলার অনুরোধ করেছে তারা।
সিপিসিবি বলেছে, ৩ দিন আলাদা কোনও বিনে ওই ব্যবহৃত মাস্ক, গ্লাভস রাখতে হবে। তারপর সাধারণ কঠিন বর্জ্যের মত কেটে বা টুকরো করে তা ফেলে দিতে হবে। এ নিয়ে চতুর্থবার করোনা কারণে উৎপন্ন বায়ো মেডিক্যাল বর্জ্য সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করল তারা। তবে করোনা সংক্রমিত রোগীর আধখাওয়া খাবার বা ফাঁকা জলের বোতল যেন এই বায়ো মেডিক্যাল বর্জ্যর সঙ্গে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তা রাখতে হবে অন্য সাধারণ কঠিন বর্জ্যের সঙ্গে। ব্যাগের মধ্যে রেখে তার মুখ ভালভাবে বেঁধে তা তুলে দিতে হবে সাফাই কর্মীর হাতে।
নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ কঠিন বর্জ্যের জন্য হলুদ রঙের ব্যাগ ব্যবহার করা যাবে না। সেই ব্যাগে শুধু করোনার কারণে উৎপন্ন বায়ো মেডিক্যাল বর্জ্যই রাখতে হবে। বর্জ্যের পরিমাণ কমানোর জন্য বায়ো-ডেগ্রেডেবল বা নন-ডিসপোজেবল কাঁটা-চামচ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে তা ব্যবহার করতে হবে হাসপাতালের নির্দেশিকামত ঠিকভাবে পরিষ্কার ও সংক্রমণ মুক্ত করে। ভেজা ও কঠিন বর্জ্য ফেলতে হলে তা লিক-প্রুফ ব্যাগে ঢুকিয়ে শক্ত করে বেঁধে রাখতে হবে, স্প্রে করতে হবে সোডিয়াম হাইপো ক্লোরাইট মিশ্রণ, তারপর তা তুলে দিতে হবে প্রশাসন নিযুক্ত সাফাই কর্মীর হাতে।
রেলের কামরার মত সাময়িক আইসোলেশন ওয়ার্ডগুলিতে আলাদা রঙের বিন রাখতে হবে, যাতে ভিন্ন ভিন্ন বর্জ্য ফেলার জন্য আলাদা করা যায়, করোনা বর্জ্য ফেলার জন্য আলাদা বিন রাখার কথাও বলা হয়েছে। সেই বিন রাখতেও হবে অন্যত্র। সেই বিনের মধ্যে রাখতে হবে দ্বিস্তরীয় ব্যাগ, তাতে করোনা বর্জ্য রাখা হবে। বিন সংক্রমণ মুক্ত করতে হবে নিয়মিত। করোনা আইসোলেশন ওয়ার্ডগুলি থেকে ব্যবহার হয়ে যাওয়া গগলস, ফেস শিল্ড, স্প্ল্যাশ প্রুফ অ্যাপ্রন, প্লাস্টিক কভারঅল, হ্যাজম্যাট স্যুট, নাইট্রাইল গ্লাভসের মত যাবতীয় পিপিই রাখতে হবে একটি লাল ব্যাগে। আর ব্যবহৃত মাস্ক (ত্রিস্তরীয়, এন৯৫ ইত্যাদি), হেড কভার বা ক্যাপ, শু কভার, ডিসপোজেবল লিনেন গাউন, নন প্লাস্টিক বা সেমি প্লাস্টিক কভারঅল রাখতে হবে হলুদ ব্যাগে। করোনা রোগীর ব্যবহার করা মাস্ক, টিস্যু, বাথরুমের সামগ্রী সবই হলুদ ব্যাগে আলাদা করে রাখতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement