Aadhaar Card Update: সহজেই আপডেট করুন আধার কার্ডের ছবি, জেনে নিন পদ্ধতি
কীভাবে আপডেট করবেন এই ছবি?
নয়াদিল্লি: বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। কোনও ব্যক্তির ঠিকানা থেকে তার বয়স যাবতীয় তথ্য মেলে আধার কার্ড থেকে। শুধু তাই নয়, ব্যাঙ্কে অ্য়াকাউন্ট খোলা থেকে নতুন ফোনের কানেকশন বা গ্যাসের কানেকশন নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজন আধার কার্ড। আধার কার্ড এখন যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই প্রয়োজন হয়। ১২ ডিজিটের এই আধার কার্ডে থাকে ছবিও। ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) কয়েকটি ধাপে সহজ পদ্ধতিতে ছবি আপডেট করার সুযোগ দিচ্ছে।
কীভাবে আপডেট করবেন এই ছবি?
১. নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আধার কার্ডে সহজেই নিজের ছবি আপডেট করা যাবে।
২. ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট uidai.gov.in লগ ইন করতে হবে।
৩. সেখানে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে ৷
৪. ওই ফর্ম ফিলআপ করে নিকটবর্তী আধার কেন্দ্রে জমা করতে হবে ৷
৫. সংশ্লিষ্ট আধার কেন্দ্রে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক ডিটেল নেওয়া হবে ৷
৬. সেখানেই সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ছবি তুলবেন।
৭. সংশ্লিষ্ট আধার কেন্দ্রে এই পরিষেবার জন্য ২৫ টাকা সহ জিএসটি চার্জ নেওয়া হবে।
৮. ওই আধার কেন্দ্র থেকে URN এর সঙ্গে একটি স্লিপও দেওয়া হবে ৷
৯. আধার কার্ড ছবি বদল হয়েছে কি না তা URN দিয়ে যাচাই করা যাবে।
১০. আধার কার্ডে ছবি আপডেট হলে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আধার কার্ড ডাউনলোড করা যাবে ৷