রাজ্যে ঢুকলে আর বাধ্যতামূলক কোভিড-পরীক্ষা নয়, চালু হচ্ছে নতুন নিয়ম, সিদ্ধান্ত গোয়া প্রশাসনের
নতুন নিয়মে থাকছে ১৪ দিন হোম বা পেইড কোয়ারান্টিনের সুযোগ অথবা ২ হাজার টাকা খরচ করে লালারস পরীক্ষার ব্যবস্থা
নয়াদিল্লি: কোভিড পরীক্ষার নিয়মে পরিবর্তন আনছে গোয়া প্রশাসন। বুধবার থেকে রাজ্যে ঢোকা সকল ব্যক্তির বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে না। নতুন নিয়ম অনুযায়ী, হয় তাঁরা ১৪ দিন হোম কোয়ারেন্টিন বা পেইড কোয়ারান্টিনে থাকতে পারেন। অথবা, ২ হাজার টাকা দিয়ে স্বেচ্ছায় নিজের লালারস পরীক্ষা করাতে পারবেন।
এই নিয়ম ঘোষণা করতে গিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত জানান, এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। কারণ, বাধ্যতামূলক সকলের পরীক্ষা করাতে গিয়ে রিপোর্ট পেতে অযথা বিলম্ব হচ্ছিল এবং এর ফলে প্রশাসনের সমস্যা হচ্ছিল। সম্প্রতি, রাজ্যের একটি অঞ্চলে ২২৮ জন কোভিড পজিটিভ হওয়ার পর ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে, রাজ্যের মোট করোনা আক্রান্তর সংখ্যা ২৬৩।
রাজ্যের একমাত্র কোভিড হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় ২৫০। প্রথমবার, আক্রান্তের সংখ্যা এই হাসপাতালের শয্যার সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার পরই এই নিয়ম বদলের ভাবনা নেয় রাজ্য প্রশাসন। সবন্ত বলেন, প্রতিদিন গড়ে ১৫০০-২০০০ পরীক্ষা করা হচ্ছে। কিন্তু, এখনও প্রায় আড়াই হাজার পরীক্ষার ফল প্রকাশ হয়নি। একটা ব্যাকলগ রয়ে গিয়েছে। যে কারণে, পরীক্ষার নিয়মে পরিবর্তন করা হল।