Samir Modi: ১১ হাজার কোটির তামাক ব্যবসা নিয়ে টানাপোড়েন, হামলা করালেন মা? অভিযোগ ললিত মোদির ভাইয়ের
Godfrey Phillips Family Feud: শুক্রবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমীর।
নয়াদিল্লি: মাদক ব্যবসায় রমরমা গুজরাতি পরিবারের। নয় নয় করে ১১ হাজার কোটি টাকার সাম্রাজ্য। সেই সাম্রাজ্যেই এবার দেখা দিল। Godfrey Phillips-এর এগজিকিউটিভ ডিরেক্টর সমীর মোদি (Samir Modi) নিজের মায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন। পরিকল্পিত ভাবে মা তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ সমীরের। এমনিতেই ১১ হাজার কোটির সাম্রাজ্য নিয়ে টানোপোড়েন চলছে। সমীরের এই অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। (Godfrey Phillips Family Feud)
শুক্রবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমীর। তাঁর দাবি, মায়ের যে বিশেষ ব্যক্তিগত দেহরক্ষী রয়েছে এবং Godfrey Phillips সংস্থার কয়েক জন ডিরেক্টর মিলে তাঁর উপর হামলা চালিয়েছেন। দিল্লির জসোলা অফিসে পূর্ব নির্ধারিত বোর্ড মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই আঘাত নেমে আসে তাঁর উপর।
সংবাদমাধ্যমেও এ নিয়ে মুখ খোলেন সমীর। তিনি বলেন, "বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। আমি পূর্ব নির্ধারিত মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলাম। কিন্তু ঢোকার মুখে মা বীণা মোদির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা আমাকে আটকান। আমি তার পরও ঢুকতে গেলে, আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা হয়। বলা হয়, মিটিংয়ে অংশ নেওয়ার অধিকার নেই আমার।"
আরও পড়ুন: Heatwave Death Toll: তাপপ্রবাহে মৃত্যুসংখ্যা বেড়ে ৫৬, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে বলল আদালত
সমীর জানিয়েছেন, ধস্তাধস্তিতে তাঁর হাতের আঙুল ভেঙে গিয়েছে। সেই আঘাত নিয়েই জোর করে মিটিংয়ে ঢোকেন তিনি। পরে চিকিৎসা করান নিজের। তাঁর কথায়, "আঙুল দু'টুকরো হয়ে গিয়েছে আমার। ঠিক হতে সময়লাগবে। এই ক্ষত চিরকাল থেকে যাবে। আগের মতো স্বাভাবিক ভাবে আর ব্যবহার করতে পারব না আঙুলটিকে। ডাক্তারই একথা জানিয়েছেন আমাকে। "
নিজের অফিসে ঢুকতে গিয়ে এভাবে হেনস্থা হতে হবে, তা কখনও তিনি কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন সমীর। তিনি জানিয়েছেন, সম্পত্তি ভাগাভাগির বিষয়টি এখনও আদালতে ঝুলে রয়েছে। কার কত অংশ, তা এখনও ঠিক হয়নি। কিন্তু নিজের শেয়ার তিনি আর বেচবেন না বলে জানিয়েছেন সমীর। তাঁকে বোর্ড থেকে সরানোর চেষ্টা হচ্ছে, যা তিনি হতে দেবেন না বলে জানিয়েছেন।
সমীরের দাবি, মিটিংয়ে ঢুকতে না দিয়ে আসলে তাঁকে শেয়ার বেচতে বাধ্য করারই চেষ্টা চলছিল। আগেও নাকি তাঁর মা একাধিক বার ছেলের থেকে শেয়ার কিনতে চেয়েছেন। প্রস্তাবে রাজি না হওয়াতেই মা তাঁকে হেনস্থা করছেন বলে দাবি সমীরের।
২০১৯ সালে সমীরের বাবা কেকে মোদির মৃত্যু হয়। এর পর থেকেই সম্পত্তির ভাগ নিয়ে ঝামেলা শুরু হয় মোদি পরিবারে। সমীরের দাবি, বাবা যে দলিল করে গিয়েছিলেন, সেই অনুযায়ী মা বীণা সঠিক ভাবে সব ভাগ-বখরা করছেন না। Godfrey Phillips ছাড়াও, Clolorbar Cosmetics, 24/7 Retail, Modicare-এ শেয়ার রয়েছে সমীরের। কেকে মোদির দুই ছেলে, সমীর এবং ললিত মোদি। প্রাক্তন আইপিএল কর্তা ললিত দুর্নীতির দায়ে দেশ ছেড়েছেন আগেই। কেক মোদির এক কন্যাইও রয়েছেন, চারু মোদি।