গত দুদিনে ২০০ টাকা কমে আজ অপরিবর্তিত সোনার দাম, ৫০০ টাকা বাড়ল রূপোর দাম
গত দুদিনে ২০০ টাকা কমার পর আজ সোনার দাম একই জায়গায় দাঁড়িয়ে আছে। জানুয়ারি মাস থেকেই সোনার দাম ধীরে ধীরে কমছিল। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এসে কিছুটা ওঠা- নামা করছে সোনার দাম। আজও সোনার দাম ৫০ হাজারের নিচেই রয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: গত দুদিনে ২০০ টাকা কমার পর আজ সোনার দাম একই জায়গায় দাঁড়িয়ে আছে। জানুয়ারি মাস থেকেই সোনার দাম ধীরে ধীরে কমছিল। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এসে কিছুটা ওঠা- নামা করছে সোনার দাম। আজও সোনার দাম ৫০ হাজারের নিচেই রয়েছে। আজ ১৩ ফেব্রুয়ারি কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৪৯৮৩০ টাকা। সোনার দামের সঙ্গেই কমছে রূপোর দামও। ফেব্রুয়ারি মাসে ওঠা নামা করছে রূপোর দামও। গত তিন দিন কেজি প্রতি রূপোর দাম ১৫০০ টাকা কমলেও আজ ফের ৫০০ টাকা দাম বেড়েছে। আজ কলকাতায় এক কেজি রূপোর দাম দাঁড়িয়েছে ৬৯২০০ টাকা।
যদিও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি আজও অব্যহত। এবার নব্বই ছুঁই ছুঁই পেট্রলের দাম। পেট্রোল এবং ডিজেলের দাম আজ যথাক্রমে ২৯ পয়সা এবং ৩৭ পয়সা প্রতি লিটারে বেড়েছে। কলকাতায় আজ পেট্রলের দাম হয়েছে ৮৯ টাকা ৭৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮২ টাকা ৩৩ পয়সা।