![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gold Silver Price Today:আজ কমল সোনার দাম
গত সপ্তাহের পুরো সময় জুড়েই সোনার দাম ওঠা-নামা করেছিল। আন্তর্জাতিক মূল্যের ঘুরে দাঁড়ানোর কারণেই এই ওঠা-নামা। সোনার দাম কর ও শুল্ক ও বিভিন্ন গহনার দোকানে মেকিং চার্জের কারণে বিভিন্ন রাজ্যে হেরফের হয়।
![Gold Silver Price Today:আজ কমল সোনার দাম Gold Silver Price Today: Get to know the gold and silver rates in the market today Gold Silver Price Today:আজ কমল সোনার দাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/26/b8b40a52d27aba8d80f31a29a53ac077_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বুধবার সোনার দাম কমল। সার্বিকভাবে এদিন ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫,৪২০ টাকা। গতকালের সেশনে সোনার দাম কিছুটা বেড়েছিল। প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৫,৪২০ টাকা। গুডরিটার্ন ওয়েবসাইট অনুসারে, রূপোর দাম কমে হয়েছে, প্রতি কেজি ৬৬,৬০০ টাকা। কলকাতায় দাম যদিও কিছুটা বেশি।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম .৪৯ শতাংশ কমে নিউইয়র্কে মঙ্গলবার দাম ছিল প্রতি আউন্সে ১,৭১৪,৫০ মার্কিন ডলার।
২০২০-র অগাস্ট থেকে সোনার দাম প্রায় ১১ হাজার টাকা কমেছে। ওই সময় সোনার দাম প্রতি দশ গ্রামে ৫৭,০০৮ টাকা পর্যন্ত পৌঁছেছিল।
গত সপ্তাহের পুরো সময় জুড়েই সোনার দাম ওঠা-নামা করেছিল। আন্তর্জাতিক মূল্যের ঘুরে দাঁড়ানোর কারণেই এই ওঠা-নামা। সোনার দাম কর ও শুল্ক ও বিভিন্ন গহনার দোকানে মেকিং চার্জের কারণে বিভিন্ন রাজ্যে হেরফের হয়।
কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে প্রতি ১০ গ্রামে ৪৪,৬৪০ টাকা। দিল্লিতে দাম প্রতি ১০ গ্রামে কমে হয়েছে ৪৪,২৫০ টাকা। চেন্নাইতে প্রতি ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ৪২,৬৬০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম ৫০ হাজার টাকা থেকে অনেকটা কমায় সারা দেশজুড়েই কেনাকাটা ও চাহিদা বেড়েছে। কলকাতার এক হোলসেলার বলেছেন, বর্তমান দামে ক্রেতারা খুশি। এজন্য খুচরো ক্রেতাদের মধ্যে চাহিদা বেড়েছে।
তবে সমগ্র মার্চ মাস জুড়েই সোনা ও রূপোর দামে ওঠা-নামা থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতায় আজ প্রতি কেজি রূপোর দাম ৬৭,৯০০ টাকা।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭,৬১০ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)