এক্সপ্লোর
Advertisement
রাজ্যপালের সঙ্গে যোগ রয়েছে দুষ্কৃতীদের, অভিযোগ তৃণমূলের
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের অনেক ক্রিমিনালের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, কলকাতা পুলিশকে বলছি, মামলা করুন।
কলকাতা: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে আমলা-পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক সংস্রবের একের পর এক অভিযোগ তুলছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তাঁর বিরুদ্ধেই দুষ্কৃতী-যোগসূত্রের অভিযোগে সরব হল রাজ্যের শাসক দল। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। কটাক্ষ করেছে বামেরাও।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গের অনেক ক্রিমিনালের সঙ্গে রাজ্যপালের যোগাযোগ আছে, কলকাতা পুলিশকে বলছি, মামলা করুন।
তৃণমূল বনাম রাজ্যপালের বাগযুদ্ধ চলছে দীর্ঘদিন ধরে। তবে বৃহস্পতিবার তা পৌঁছল বেনজির মাত্রায়। সরাসরি রাজ্যপালের সঙ্গে দুষ্কৃতী-যোগের অভিযোগ তুলল তৃণমূল!!
রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশকে মামলা করার আবেদন জানাল শাসক শিবির!!
কল্যাণ আরও বলেছেন, পুলিশ সহ সরকারি কর্মীদের হুমকি দিচ্ছেন রাজ্যপাল, সরকারি কর্মী পদে থেকে কাজ করলে অনুমতি লাগে না, জগদীপ ধনকড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করা উচিত।
পাল্টা বিবৃতি জারি করে রাজ্যপালের দাবি, রাজ্যপাল পদমর্যাদার ভূমিকা নিয়ে এসব মন্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। আইন ও সংবিধান সম্পর্কে স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। এসব আদতে নজর ঘোরানোর কৌশল, যাতে জ্বলন্ত ইস্যুগুলি পিছনের সারিতে চলে যায়। তা হবে না। এসবে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। তথ্য, আইন, সংবিধান সম্পর্কে ভুল ধারণা থাকলেই এসব বলা যায়। এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।
রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেছেন, যা উত্তর দেওয়ার মানুষ দেবে।
সংঘাতের এই পর্বের সূচনা গোবিন্দ আগরওয়াল নামে এক ব্যক্তির গ্রেফতারি নিয়ে। বেআইনি সংস্থা খুলে, কালো টাকা সাদা করার অভিযোগে ভুয়ো চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারি রাজনৈতিক আখ্যা দিয়ে রাজ্যপাল টুইট করেন, রাজনৈতিক কারণে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করেছে। কয়লা ও গরু পাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেন ভুলে যাচ্ছেন আপনারাও আইনের ঊর্ধ্বে নন। উর্দিধারী সুবিধাভোগীরা কয়লা-গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে ভোঁতা করে দিতে চাইছে। এই প্রবণতা বিপজ্জনক। প্রশাসন যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়, তা দেখা আমার কাজের মধ্যে পড়ে।
সম্প্রতি, সুদীপ্ত রায়চৌধুরী নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। ইডির নথি জাল করে রোজভ্যালি চিটফান্ড মামলাকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ আছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, দুই অভিযুক্তকেই আড়াল করার চেষ্টা করছেন রাজ্যপাল।
বামেরা প্রশ্ন করেছে, দুর্নীতির মামলা নিয়ে রাজ্যপাল-তৃণমূল-বিজেপির মধ্যে সংঘাত তো চলছে। কিন্তু, সারদা-রোজভ্যালির মতো কেলেঙ্কারিতে যে মানুষগুলো প্রতারিত হয়েছেন, তাঁরা কবে বিচার পাবেন?
সবমিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজভবন সংঘাতের সুর আরও চড়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement