এক্সপ্লোর
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে রাজ্যপাল ডাকতে পারেন মুখ্যমন্ত্রীকে, দাবি সৌমিত্র খাঁর
সৌমিত্র দাবি করেন, একমাস পর তৃণমূলের অস্তিত্ব সঙ্কট তৈরি হবে।

কলকাতা: রাজ্য সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে খুব তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারেন রাজ্যপাল। সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ সহ একঝাঁক নেতা-মন্ত্রীর সঙ্গে বিজেপির কথা চলছে। জলপাইগুড়িতে এই দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ৮ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি নিয়ে গতকাল জেলায় সাংগঠনিক বৈঠক করেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। দাবি করেন, একমাস পর তৃণমূলের অস্তিত্ব সঙ্কট তৈরি হবে। সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা দেখতে খুব শিগগিরই মমতাকে ডাকতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সৌমিত্রের দাবি ভিত্তিহীন, জিতবে তৃণমূলই, দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















