এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশ: আস্থাভোটের নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালের আছে,জানাল সুপ্রিম কোর্ট
৬৮ পৃষ্ঠার এই সুদীর্ঘ রায়ে বিচারপতিরা জানান,যেহেতু মধ্যপ্রদেশে কমলনাথের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল,তাই রাজ্যপাল আস্থাভোটের নির্দেশ দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
নয়াদিল্লি:সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল রাজ্যের সরকার। তাই রাজ্যপাল লালজী টন্ডন আস্থাভোটের নির্দেশ দিয়ে কোনও ভুল করেননি,তার পূর্ণ অধিকার রাজ্যপালের আছে। আজ এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চ এই রায় দিয়েছে। ৬৮ পৃষ্ঠার এই সুদীর্ঘ রায়ে বিচারপতিরা জানান,যেহেতু মধ্যপ্রদেশে কমলনাথের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল,তাই রাজ্যপাল আস্থাভোটের নির্দেশ দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
সরকার গঠন করতে হলে পরদিনই করতে হবে ‘আস্থাভোট’, গত ১৬ মার্চ এমনটাই জানিয়ে দেন মধ্যপ্রদেশের রাজ্যপাল টন্ডন। মুখ্যমন্ত্রী কমলনাথকে চিঠি লিখে তিনি জানিয়ে দেন, সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হলে পরদিনই আস্থাভোট করতে হবে তাঁর সরকারকে, নইলে ধরে নেওয়া হবে বর্তমান সরকারের রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নেই।
কিন্তু করোনার কারণে বিধানসভার অধিবেশন ২৬ দিনের জন্য পিছিয়ে দেন স্পিকার। তখন আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শীর্ষ আদালত যত দ্রুত সম্ভব আস্থাভোটের আয়োজন করতে বিধানসভার অধ্যক্ষ এনপি প্রজাপতিকে নির্দেশ দেয়। মধ্য়প্রদেশের বিধানসভার অধ্যক্ষের তরফে দু'সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়,বিক্ষুব্ধ বিধায়করা ফিরে এলেই আস্থাভোটের আয়োজন করা হবে,তাই তাঁদের সময় দেওয়া হোক। এই সওয়ালের প্রেক্ষিতেই বিচারপতি চন্দ্রচূড় বলেন, সময় দেওয়া মানেই ঘোড়া কেনাবেচার রাস্তা খোলা রাখা। তাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আস্থাভোটের নির্দেশ দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement