'বাহিনীর মনোবল চাঙ্গা হল', লাদাখে প্রধানমন্ত্রীর উদ্দীপ্ত ভাষণের ভূয়সী প্রশংসা শিখর ধবনের
"যাঁরা আমাদের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাঁদের মনোবল তুঙ্গে পৌঁছবে..."
নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফরকে ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধবন। তিনি জানান, যেখানে সকলকে পরামর্শ দেওয়া হয় লেহ্ বা লাদাখে পৌঁছে বিশ্রাম নেওয়ার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছেই বাহিনীর উদ্দেশে উদ্দীপ্ত ভাষণ দেন।
ট্যুইটারে শিখর বলেন, লেহ্তে গিয়ে বাহিনীর সঙ্গে দেখা করে দুরন্ত নেতৃত্বের নিদর্শন রাখলেন প্রধানমন্ত্রী। বাহিনী এতে ভীষণই উদ্দীপ্ত হবে। যাঁরা আমাদের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছেন, তাঁদের মনোবল তুঙ্গে পৌঁছবে।
Great leadership shown by PM @narendramodi ji by visiting the troops in Leh. Great morale booster for our troops who are risking their lives for us. #ModiinLeh
— Shikhar Dhawan (@SDhawan25) July 3, 2020
এদিন সীমান্ত ঘেঁষা লাদাখের প্রান্তরে দাঁড়িয়েই নাম না করে চিনকে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদি। আবারও বুঝিয়ে দিলেন, ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকালে, কড়া জবাব দেবে ভারতীয় সেনা। বলেন, প্রতিটি আক্রমণের পর ভারত আরও শক্তিশালী হয়। গোটা বিশ্ব এখন আৰ বিস্তারবাদকে ভাল চোখে দেখে না। বিস্তারবাদের যুগ শেষ, বিকাশবাদই প্রাসঙ্গিক।
উত্তপ্ত লাদাখে দাঁড়িয়ে চিনকে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদি। বললেন, গালওয়ানে সেনাদের আত্মত্যাগ অতুলনীয়। ভারতের শত্রুরা সেনার আগুন আর তেজ দেখেছে। কার্গিল থেকে গালওয়ান ভারতীয় সেনার বীরত্ব দেখেছে গোটা বিশ্ব। এদিন স্থলসেনা, বায়ুসেনা, আইটিবিপি-র জওয়ানদের মনোবল বাড়াতে, নিজে ঘুরে ঘুরে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে হাসপাতালে গিয়ে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি।