এক্সপ্লোর
Advertisement
শিকেয় করোনা বিধি, বন্ধুবান্ধব নিয়ে নাচতে নাচতে বিয়ে করতে গেলেন বর, গ্রেফতার বাবা, ভাই, জরিমানা ৫০,০০০
বিষয়টি জানাজানি হয় একটি ভিডিও প্রকাশের পর। তাতে দেখা যায়, বর ও তাঁর আত্মীয়রা দূরত্ববিধি বেমালুম ভুলে গিয়ে মাস্ক টাস্ক না পরে নাচতে নাচতে যাচ্ছেন। অনেকে হাতও ধরে রয়েছেন।
ভুবনেশ্বর: ওড়িশার গঞ্জাম জেলা করোনা হটস্পট। সেখানেই সব নিয়মকানুন তাকে তুলে রেখে হবু বর নাচতে নাচতে বিয়ে করতে গেলেন। জেলা প্রশাসন তাঁদের ওপর ৫০,০০০ টাকা জরিমানা বসিয়েছে। গ্রেফতার করেছে তাঁর বাবা ও ভাইকে।
বর কনের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে।
২ তারিখ গোপালপুর অন সি-র একটি হোটেলে এক বিখ্যাত হোটেল মালিকের ছেলের বিয়ে ছিল। এ জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র নেওয়া হয়। কিন্তু নিয়ম লঙ্ঘনের জেরে হোটেলটি ৭ দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে।
গঞ্জামের জেলা শাসক ভি কুলাঙ্গে বলেছেন, নিজের আনন্দে অন্য কারও জীবন নষ্ট করা উচিত নয়। বেরহামপুরের এই বিয়েতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে, দু’তরফের বিরুদ্ধেই জারি হয়েছে এআইআর। বরের বাবা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে বেরহামপুরের পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন।
বিষয়টি জানাজানি হয় একটি ভিডিও প্রকাশের পর। তাতে দেখা যায়, বর ও তাঁর আত্মীয়রা দূরত্ববিধি বেমালুম ভুলে গিয়ে মাস্ক টাস্ক না পরে নাচতে নাচতে যাচ্ছেন। অনেকে হাতও ধরে রয়েছেন।
Groom along with four other family members arrested in #Odisha for Violating #COVIDー19 Guidelines during wedding Procession. pic.twitter.com/xK6HEnfexN
— Kapil Bhargava (@KpBhargava) July 4, 2020
রাজ্য সরকারের করোনা গাইডলাইন অনুযায়ী সর্বাধিক ৫০ জন কোনও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাও করতে হবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম কঠোরভাবে মেনে, মাস্ক পরে। গঞ্জামের জেলা শাসক বলেছেন, ওই বিয়েতে যাঁরা হুল্লোড় করতে করতে যান তাঁদের সকলকে ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে পাঠানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement