এক্সপ্লোর
হার্দিক পাণ্ড্য সেরে ফেলেছেন এনগেজমেন্ট, আকাশ থেকে পড়ে বাবা বললেন, কই, জানি না তো!
ছেলের এ হেন বাউন্সারে দৃশ্যতই বিস্মিত বাবা জানিয়েছেন, ছেলে ও হবু বৌমা এখনও বিয়ের দিন ঠিক করেনি। তবে তা শিগগিরই ঠিক হবে নিশ্চয়।

মুম্বই: হার্দিক পাণ্ড্য মানেই খবর। একেবারে বছরের প্রথম দিনে তিনি ঘোষণা করেছেন, বিয়ে করছেন, এনগেজমেন্ট সারা। আর এবার আরও বড় বোমা ফাটিয়েছেন তাঁর বাবা। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিকের বাবা হিমাংশু পাণ্ড্য বলেছেন, ছেলের এনগেজমেন্টের কথা তাঁরা জানতেনই না। ইনস্টাগ্রামে একের পর এক মাখো মাখো ছবি পোস্ট করে হার্দিক জানান, তিনি বিয়ে করতে চলেছেন সার্বিয়ার মডেল নাতাশা স্ট্যানকোভিচকে। তাঁদের অভিনন্দন জানানোর ধুম পড়ে যায়, বাদ যাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। কিন্তু হার্দিক মানেই তো চমক। তাঁর বাবা জানিয়েছেন, নাতাশাকে তাঁরা চেনেন, তিনি খুব ভাল মেয়ে, মুম্বইয়ে কয়েকবার দেখা হয়েছে। হার্দিক-নাতাশা দুবাই বেড়াতে যাচ্ছিলেন তাঁরা জানতেন কিন্তু একেবারে যে এনগেজমেন্ট সেরে ফিরবেন তা ভাবতে পারেননি। এনগেজমেন্টের খবর ছড়ানোর পরেই তাঁরা তা জানতে পেরেছেন।
ছেলের এ হেন বাউন্সারে দৃশ্যতই বিস্মিত বাবা জানিয়েছেন, ছেলে ও হবু বৌমা এখনও বিয়ের দিন ঠিক করেনি। তবে তা শিগগিরই ঠিক হবে নিশ্চয়। হার্দিকের এক বন্ধু অবশ্য বলেছেন, তাঁরা এখনই বিয়ের কথা ভাবছেন না। হয়তো এ বছরের শেষে বা সামনের বছর বিয়ে হবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















