![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Haryana Assembly Election: টিকিট না দেওয়ায় 'গোঁসা', মুখ্যমন্ত্রীর সামনে এ কী করলেন BJP নেতা?
Haryana Assembly Election 2024:সম্প্রতি প্রকাশিত প্রার্থী তালিকা থেকে বাদ গিয়েছে করণদেব কম্বোজের নাম। তা নিয়ে ঘনিষ্ঠ মহলে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
![Haryana Assembly Election: টিকিট না দেওয়ায় 'গোঁসা', মুখ্যমন্ত্রীর সামনে এ কী করলেন BJP নেতা? Haryana leader denied to shake hands with chief minister as he denied ticket Haryana Assembly Election: টিকিট না দেওয়ায় 'গোঁসা', মুখ্যমন্ত্রীর সামনে এ কী করলেন BJP নেতা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/07/61c8e83a72db5928bbc3cb37344242e11725651373609385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অনেকেই ভেবেছিলেন বিধানসভা নির্বাচনে তাঁরা দলের টিকিট পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। হরিয়ানায় একাধিক বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি বিজেপি। তা নিয়ে কেউ কেঁদেছেন, কেউ ক্ষোভপ্রকাশ করেছেন। দলের সিদ্ধান্তে ভোটের আগে কেউ কেউ বেঁকেও বসেছেন- আর এসব নিয়ে হরিয়ানায় এখন বেশ চাপে পদ্মশিবির। সেই আবহেই এবার সামনে এল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হরিয়ানার ওবিসি মোর্চার নেতা এবং প্রাক্তন মন্ত্রী করণদেব কম্বোজ মিটিংয়ের সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিংহ সাইনির সঙ্গে হাত মেলাতেই অস্বীকার করলেন। মুখ্যমন্ত্রী হাত বাড়িয়ে দিলেও তা সম্পূর্ণ উপেক্ষা করে সামনে দিয়ে বেরিয়ে গেলেন ওই নেতা। সম্প্রতি প্রকাশিত প্রার্থী তালিকা থেকে বাদ গিয়েছে করণদেব কম্বোজের নাম। তা নিয়ে ঘনিষ্ঠ মহলে তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভোটের আগে ক্ষোভ সামাল দিতে মিটিংয়ে এসেছিলেন তিনি। কিন্তু যাঁর ক্ষোভ সামাল দিতে এই মিটিং তিনিই হাত মেলালেন না।
ভিডিওতে দেখা যাচ্ছে, সারি দিয়ে একাধিক নেতা হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। করণদেব কম্বোজ সবাইকে হাতজোড় করে নমস্কার জানালেন কিন্তু যেই সামনে দেখলেন মুখ্যমন্ত্রী নায়াব সিংহ সাইনি দাঁড়িয়ে রয়েছেন, তখনই হাত সরিয়ে সোজা হেঁটে গেলেন তিনি। সাইনি চেষ্টা করেছিলেন করমর্দন করার কিন্তু তাঁকে পাত্তা না দিয়ে হেঁটে চলে যান তিনি। এরপর মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারেই বসেন তিনি। কিন্তু একেবারে মুখ ঘুরিয়ে ছিলেন তিনি। এখানেই শেষ নয়, হরিয়ানা রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রধানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর ক্ষোভ, 'বিজেপির হয়তো আর বিশ্বাসী লোকের দরকার নেই।' তাঁর দাবি, দল দুদিন আগে যোগ দেওয়া লোককেও টিকিট দিয়েছে কিন্তু পুরনো লোকদের দেয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)